• ঢাকা
  • |
  • রবিবার ২৭শে পৌষ ১৪৩২ ভোর ০৪:৪৫:২৩ (11-Jan-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ আটক ১

১০ জানুয়ারী ২০২৬ সকাল ১১:২২:৩১

শ্রীপুরে যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ আটক ১

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বাজার এলাকায় যৌথবাহিনীর অভিযানে গুলি, ম্যাগাজিন ও বিদেশি পিস্তলসহ আকাশ (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে।

Ad

৯ জানুয়ারি শুক্রবার রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত যৌথবাহিনীর অভিযানে মাওনা পিয়ার আলী কলেজ রোড এলাকায় তাকে আটক করা হয়। আটক আকাশের বাড়ি উপজেলার মাওনা এলাকায়।

Ad
Ad

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মেজর অর্ণবের নেতৃত্বে একটি আভিযানিক দল এবং র‍্যাব পোড়াবাড়ীর একটি প্রতিনিধি দল মাওনা পিয়ার আলী কলেজ রোড এলাকায় একটি ভাঙারির দোকানে অভিযান পরিচালনা করে আকাশকে অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়। অভিযানে জব্দ করা হয় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি এবং একটি স্মার্ট মোবাইল ফোন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে র‍্যাব-১ এর কাছে হস্তান্তর করা হয়েছে। র‍্যাবের প্রাথমিক তদন্ত শেষে তাকে শ্রীপুর থানায় সোপর্দ করা হবে। পুলিশ সূত্র জানায়, আকাশের বিরুদ্ধে ইতোমধ্যে ডাকাতি ও মাদক সংক্রান্ত দুটি মামলা রয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, ‘আটক ব্যক্তিকে থানায় হস্তান্তরের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তার বিরুদ্ধে পূর্বের মামলাগুলো যাচাই করা হচ্ছে এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us