ভোলা প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকে স্তব্ধ হয়ে পড়েছে দক্ষিণাঞ্চলের দ্বীপজেলা ভোলা। অন্যান্য জেলার মতো ভোলার মানুষ, বিশেষ করে বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা প্রিয় নেত্রীকে হারিয়ে শোকাহত।

৩১ ডিসেম্বর বুধবার প্রিয় নেত্রীর শেষ বিদায়ে অংশ নিতে মঙ্গলবার সকাল থেকেই ভোলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার মানুষ লঞ্চ, বাস, মাইক্রোবাস ও ব্যক্তিগত যানবাহনে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এর আগে ৩০ ডিসেম্বর মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো জেলায় শোকের আবহ নেমে আসে।


ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম জানান, প্রিয় নেত্রীকে হারিয়ে ভোলাবাসী আজ অভিভাবকশূন্য অনুভব করছে। তিনি বলেন, মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার সাতটি উপজেলা থেকে কমপক্ষে দুই লক্ষাধিক বিএনপি নেতাকর্মী ও সমর্থক জানাজায় অংশ নিতে ঢাকায় গেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, দৌলতখান উপজেলা থেকে প্রায় ৪০ হাজার নেতাকর্মী ঢাকায় গেছেন। বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফিজ ইব্রাহিম নেতাকর্মীদের একটি বড় বহর নিয়ে রাজধানীতে অবস্থান করছেন। লালমোহন ও তজুমদ্দিন উপজেলা থেকে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের নেতৃত্বে অন্তত ৫০ হাজার নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন বলে জানিয়েছেন উপজেলা বিএনপি নেতারা। এছাড়া চরফ্যাশন ও মনপুরা উপজেলা থেকে অর্ধলক্ষাধিক মানুষ শত কষ্ট উপেক্ষা করে ঢাকার জাতীয় সংসদ চত্বরে আয়োজিত জানাজায় যোগ দেন।
সব মিলিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বুধবার ভোলা থেকে দুই লক্ষাধিক শোকার্ত মানুষের কাফেলা ঢাকায় পৌঁছায়।
স্থানীয়দের মতে, ভোলার উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে বেগম খালেদা জিয়ার অবদান স্মরণীয়। তার শাসনামলে ভোলার গ্যাসক্ষেত্র থেকে প্রথম গ্যাস উত্তোলনের উদ্বোধন করেছিলেন তিনি। এসব কারণেই ভোলাবাসীর হৃদয়ে বেগম খালেদা জিয়া চিরস্মরণীয় ও শ্রদ্ধার নাম হয়ে থাকবেন বলে মনে করছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available