যশোর প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যশোরের বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দরে আনন্দ মিছিল করেছে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫।

২৪ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১০টায় ইউনিয়নের কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন কার্যালয়ে এসে শেষ হয়।


মিছিল চলাকালে ‘তারেক জিয়া আসছে, বাংলাদেশ হাসছে’, ‘লিডার আসছে’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে বন্দরনগরী বেনাপোল। জাতীয় ও দলীয় পতাকা বহন করে শ্রমিকরা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন অধ্যায় হিসেবে উল্লেখ করেন।
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মো. শহিদ আলীর নেতৃত্বে আয়োজিত এ আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, সাধারণ সম্পাদক মো. শহিদ আলী, সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ ও মো. জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিস আলী (ডাক্তার), কোষাধ্যক্ষ মো. সবুজ হোসেন, প্রচার সম্পাদক মো. ওমর ফারুক, বন্দর বিষয়ক সম্পাদক মো. আব্বাস আলী, দপ্তর সম্পাদক মো. আবুল কাশেমসহ কার্যনির্বাহী সদস্য ও সাধারণ শ্রমিকরা।
এ সময় শ্রমিকদের উদ্দেশে বক্তব্যে সাধারণ সম্পাদক মো. শহিদ আলী বলেন, দীর্ঘদিন পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য একটি আশার বার্তা। তাঁর নেতৃত্বে দেশের গণতান্ত্রিক আন্দোলন আরও বেগবান হবে। শ্রমজীবী মানুষ বিশ্বাস করে, তারেক রহমান দেশে ফিরলে শ্রমিকদের ন্যায্য অধিকার ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা হবে।
তিনি আরও বলেন, শ্রমিক ইউনিয়ন সবসময় গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে পাশে থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available