লংগদু প্রতিনিধি : পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে লংগদু জোন তাদের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এ বছরও লংগদু জোনের আওতাধীন দুর্গম এলাকার অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

২৪ ডিসেম্বর বুধবার মাইনীমুখ আর্মি ক্যাম্প তথা লংগদু জোন সদরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগ স্থানীয় জনমনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।


উক্ত অনুষ্ঠানে লংগদু জোনের জোন কমান্ডার লে. কর্ণেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি নিজে উপস্থিত থেকে প্রায় ২০০টি অসহায় পরিবারের মাঝে এই শীতবস্ত্র তুলে দেন।
এ সময় জোন সদরের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, লংগদু জোন নিয়মিতভাবে দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে সহায়তা প্রদান এবং গরিব ছাত্র-ছাত্রীদের আর্থিক সাহায্যসহ নানাবিধ আর্থ-সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। শীতবস্ত্র গ্রহণকারী স্থানীয় বাসিন্দারা বাংলাদেশ সেনাবাহিনীর এই সহায়তায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সেনাবাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available