• ঢাকা
  • |
  • বুধবার ১০ই পৌষ ১৪৩২ রাত ০৯:৪৪:৫২ (24-Dec-2025)
  • - ৩৩° সে:

গাজীপুর-৩ আসনে ডা. বাচ্চুর মনোনয়ন ফরম সংগ্রহ

২৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫০:০৪

সংবাদ ছবি

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলীয় নেতাকর্মীরা।

Ad

২৪ ডিসেম্বর বুধবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

Ad
Ad

মনোনয়ন ফরম সংগ্রহের সময় উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির আজাদ মণ্ডল, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম মাহফুল হাসান হান্নান।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে উপস্থিত নেতাকর্মীরা ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর রাজনৈতিক ক্যারিয়ার ও জনসেবার কথা তুলে ধরেন। তারা বলেন, অধ্যাপক ডা. বাচ্চু একজন সৎ, যোগ্য ও অত্যন্ত জনবান্ধব নেতা। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে তিনি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

নেতাকর্মীরা আরও উল্লেখ করেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই ডা. বাচ্চু এই নির্বাচনে অংশগ্রহণ করছেন। তাকে বিজয়ী করতে শ্রীপুর ও গাজীপুরের তৃণমূল বিএনপি একতাবদ্ধ এবং তারা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

মনোনয়ন ফরম সংগ্রহের পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর-৩ আসনের সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেছেন। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু থাকলে এবং জনগণ সঠিকভাবে ভোট দিতে পারলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত বলে প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
শনিবার খোলা থাকবে ব্যাংক
২৪ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:৩৩:০৮



সংবাদ ছবি
দেশ, মানুষ ও মায়ের টানে ফিরছেন তারেক রহমান
২৪ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:১৮:০৪








Follow Us