ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ইটভাটার জন্য মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

১৭ ডিসেম্বর বুধবার সকালে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত বিরু মোল্লা (৬০) লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন।


জানা গেছে, আওয়ামী লীগ নেতা জহুরুল মোল্লা ও নিহত বিএনপি নেতা বিরু মোল্লা সম্পর্কে আপন চাচাতো ভাই।
প্রত্যক্ষদর্শী ও নিহত বিরু মোল্লার ছেলে রাজিব মোল্লা জানান, গত ১৬ ডিসেম্বর রাতে আওয়ামী লীগ নেতা জহুরুল মোল্লা ও তার ছেলে আল আমিন মোল্লা জোরপূর্বক বিরু মোল্লার জমি থেকে ইটভাটার জন্য মাটি কেটে নেয়। এ বিষয়ে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিরু মোল্লা জহুরুল মোল্লার কাছে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে জহুরুল মোল্লা ও তার ছেলে আল আমিন মোল্লা অবৈধ অস্ত্র দিয়ে বিরু মোল্লার মাথায় গুলি করেন।
গুলিবিদ্ধ বিরু মোল্লা মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. তাসনিম তামান্না স্বর্ণা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন বলেন, ‘আমাদের দলের একজন নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এটি কোনো দলীয় বিষয় নয়, নিহত ব্যক্তি হত্যাকারীর আপন চাচাতো ভাই।’
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মমিনুজ্জামান জানান, ‘বিরু মোল্লা নামে এক বিএনপি নেতা নিহত হওয়ার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available