• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩২ ভোর ০৪:৫৪:৫৩ (16-Sep-2025)
  • - ৩৩° সে:

রাজনীতি

সংগীত শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে তারেক রহমানের শোক

১৪ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:৪০:৫৯

সংবাদ ছবি

ডেস্ক রিপোর্ট: কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

১৩ সেপ্টেম্বর শনিবার রাতে এক শোক বার্তায় এ কথা বলেন তিনি। এ ছাড়াও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

শোকবাণীতে তারা বলেন, ফরিদা পারভীন ছিলেন লালন সংগীতের জীবন্ত কণ্ঠ। তার অসাধারণ কণ্ঠে লালন গীতি শুধুমাত্র সংগীতের মাধুর্য নয় বরং মানবতা-সাম্য-ভালোবাসা ও সত্যের বাণী হয়ে মানুষের অন্তরে গভীরভাবে অনুরণিত হয়ে থাকবে চিরদিন।

তার মৃত্যুতে জাতি যে মহান গুণী শিল্পীকে হারালো বাংলা সংগীতে তা আর পূর্ণ হবার নয় বলেও উল্লেখ করেন শোক বাণীতে তারা।

শোকসন্তপ্ত পরিবারের সদস্যদেরসহ সাংস্কৃতিক অঙ্গনের ভক্ত-শ্রোতাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তারা।

প্রসঙ্গত, বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন ১৩ সেপ্টেম্বর শনিবার রাত ১০টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭১ বছর।

১৯৫৪ সালে ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম হয় ফরিদা পারভীনের। গানে গানে কাটিয়েছেন ৫৫ বছর। ১৪ বছর বয়সে ১৯৬৮ সালে ফরিদা পারভীনের পেশাদার সংগীতজীবন শুরু হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
চাঁপাইনবাবগঞ্জে সড়কে ঝরলো যুবকের প্রাণ
১৫ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৭:৩৬


সংবাদ ছবি
শ্রীপুরে চিংড়ি খালে সেতুর পাশে রাস্তায় ভাঙন
১৫ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৭:২১