• ঢাকা
  • |
  • সোমবার ৬ই মাঘ ১৪৩২ রাত ০৯:০৫:০৬ (19-Jan-2026)
  • - ৩৩° সে:

যাচাই প্রক্রিয়া শেষ না হওয়ায় তিস্তা মহাপরিকল্পনার শুরু হচ্ছে না কাজ : পানি সম্পদ উপদেষ্ঠা

১৯ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:২০:৩৫

যাচাই প্রক্রিয়া শেষ না হওয়ায় তিস্তা মহাপরিকল্পনার শুরু হচ্ছে না কাজ : পানি সম্পদ উপদেষ্ঠা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্ঠা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা হয়তো জানুয়ারির মধ্যে শুরু হচ্ছে না। এটার যাচাই বাছাই প্রক্রিয়াটা শেষ না হওয়া পর্যন্ত  তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা যাচ্ছে না। তবে কোনভাবেই হতাশা ছড়ানো যাবে না। এটা মানুষের এতো বেশি প্রত্যাশার একটা প্রকল্প। এই প্রকল্পটা করার ব্যাপারে চীন সরকার ও বাংলাদেশ সরকার উভয়ই প্রতিশ্রুতিবদ্ধ। যেন কোন ভুল না থাকে এবং আমরা সম্পূর্ণ সঠিকভাবে কাজটা করতে পারি এবং চলতি বছরেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হওয়ার আশাবাদী।

Ad

১৯ জানুয়ারি সোমবার সকাল ১১ টায় রংপুরের কাউনিয়া উপজেলায় তিস্তার ভাঙণ প্রবণ এলাকা পরিদর্শণ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

Ad
Ad

পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্ঠা বলেন, আমরা তিস্তা মহাপরিকল্পনার যে প্রকল্পটা চায়নায় পাঠিয়েছি, সেখানে আমরা একটা তারিখ দিয়েছি। চায়না যখন এই প্রকল্পটা পেল, তখন তাদের বিশেষজ্ঞরা এটার যাচাই বাছাই শুরু করে। চায়নার রাষ্ট্রদূত বলেছে যে এটা আমরা খুব ভালোভাবে যাচাই বাছাই করছে। এটা মানুষের এতো বেশি প্রত্যাশার একটা প্রকল্প। যেন কোন ভুল না থাকে এবং সঠিকভাবে কাজটা করতে পারে। চায়নার রাষ্ট্রদূত আশাবাদী তারা দ্রুত সম্ভব কাজটা শুরু করবার পক্ষপাতী এবং চায়না আশা করেন, এই বছরের মধ্যেই যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনার কাজটা শুরু হবে।

উপদেষ্ঠা বলেন, যাচাই বাছাই প্রক্রিয়াটা শেষ না হওয়া পর্যন্ত প্রকল্পের কাজ শুরু করা যাচ্ছে না। ফলে হয়তো জানুয়ারির মধ্যে শুরু হচ্ছে না। কিন্তু কোনভাবেই হতাশা ছড়ানো যাবে না। এই প্রকল্পটা করার ব্যাপারে চীন সরকার বাংলাদেশ সরকার উভয়ই প্রতিশ্রুতিবদ্ধ বলেই আমরা আপনাদের কাছে আবার এসেছি। এই প্রকল্পটা হবে এবং এইটার স্বপক্ষে রাজনৈতিক দলগুলো তারা নির্বাচনে বলেছেন।  

উপদেষ্ঠা বলেন, তিনি বিগত সময় বলেছিলেন ২৬শে জানুয়ারি শুরু হবে। কিন্তু তাড়াহুড়াটা না করে আমরা একটু সময় দেই। কাজটা ভালো করার। আগের যে প্রকল্প গেছিল সেখানে কোন তারিখ ছিল না, সময় ছিল না এবং সেই প্রকল্প যাচাই বাছাই হয় নাই। এখন যাচাই বাছাই না হয়ে কেন টাইম দিলাম, সরকার যখন একটা প্রকল্প সাবমিট করে সরকারকে বলতে হয় সে কবের মধ্যে কাজটা শুরু করবে।  অন্য যে দেশটা আছে, যে সাহায্য দেবে, সেও ওই ডেটটা মাথায় রেখেই কাজটা করে।

কিন্তু এখন দেখা যাচ্ছে, প্রকল্পটা অনেক বেশি জটিল হওয়ায় এখানে দেখতে হবে বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙ্গন রোধ ও সেচ ব্যবহার।  ফলে এইটা ফুল প্রুফ করার জন্য চায়না একটু সময় নিচ্ছে।

অন্যান্য বারের থেকে এবারে ডিফারেন্ট কেন? আমরা বিস্তারিত কাজ করেছি। মাঠ পর্যায়ে গণশনানী হয়েছে। জাতীয় পর্যায়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়েছে। তারপরে এটা চীন দেশে পাঠানো হয়েছে এবং তারা এটা যাচাই বাছাই করছে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্ঠা বলেন, চীন দেশের সাথে বাংলাদেশের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ। তিস্তা প্রকল্পের ক্ষেত্রেও তারা এগিয়ে এসেছে।
এখন একটা সমীক্ষা হয়ে আমরা যে টাকা দিলাম, দেখা গেল কাজটা করতে গিয়ে তার চেয়ে বেশি টাকা লাগলো। চুক্তি সক্ষর করে ফেললে তো এটা পরিবর্তন করা অনেক কষ্টের হয়ে যাবে। এমন একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে যাই, যে উভয় দেশের জন্য এই বিষয়টা সহনশীল হয়।

তিস্তার পানির ন্যায্য হিস্যা বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্ঠা বলেন, তিস্তার পানির ন্যায্য হিস্যা এটা একটা চলমান প্রক্রিয়া। যেহেতু ৫৪ বছর ধরে আলোচনা চলছে। সেহেতু বড় রাজনৈতিক ইস্যু, আমরা মনে করি নির্বাচিত সরকার এসে এটা করাটাই ভালো। নির্বাচিত সরকার এসে যেন তাদের আর অপেক্ষা করতে না হয় সেই প্রস্তুতিটা আমরা গঙ্গার ক্ষেত্রে এবং তিস্তার ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই করে।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদুত এইচ.ই মি. ইয়োয়া ওয়ান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ, উপদেষ্টার একান্ত সচিব আবু নইম মোহাম্মদ মারুফ খান, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানাসহ আরও অনেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




দোয়ারাবাজারে ট্রাক্টরের চাপায় শিশু নিহত
দোয়ারাবাজারে ট্রাক্টরের চাপায় শিশু নিহত
১৯ জানুয়ারী ২০২৬ রাত ০৮:০৫:১১

পে স্কেলে চিকিৎসা ভাতা বাড়ছে যে হারে
পে স্কেলে চিকিৎসা ভাতা বাড়ছে যে হারে
১৯ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৪৩:১৪





মুরাদনগরে ধর্ম নিয়ে কটূক্তি, গ্রেফতার-১
মুরাদনগরে ধর্ম নিয়ে কটূক্তি, গ্রেফতার-১
১৯ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৫৫:৪২


Follow Us