আন্তর্জাতিক ডেস্ক: ভূমিকম্পপ্রবণ জাপানে প্রথমবারের মতো ‘মেগা ভূমিকম্প’ সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। সাম্প্রতিক সময়ে কয়েক দফা শক্তিশালী ভূমিকম্পে দেশটির উত্তর-পূর্বাঞ্চলসহ বিভিন্ন এলাকা কেঁপে উঠেছে। এ পরিস্থিতিতে উপকূলীয় শহরগুলোতে জরুরি প্রস্তুতি জোরদার করা হয়েছে এবং জনগণকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ও বিশেষজ্ঞরা। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গত ৮ ডিসেম্বর সোমবার উত্তর জাপানের উপকূলে ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর পরই আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানায়, আগামী এক সপ্তাহের মধ্যে ৮ বা তার বেশি মাত্রার ভূমিকম্প আঘাত হানার আশঙ্কা রয়েছে। এ সতর্কতার চার দিনের মাথায় আবারও উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।


প্রশান্ত মহাসাগরের সক্রিয় ভূমিকম্প বলয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। সেখানে ভূমিকম্প একটি নিয়মিত প্রাকৃতিক ঘটনা হলেও সাম্প্রতিক ধারাবাহিক কম্পনে সরকার ও প্রশাসন নতুন করে সতর্ক অবস্থানে রয়েছে।
জাপানের আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি তাদের ইতিহাসে প্রথম ‘মেগা ভূমিকম্প’ সতর্কতা। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক ভূমিকম্পের এই ধারাবাহিকতা উত্তর জাপানের লাখো মানুষের জীবনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
উদ্ভূত পরিস্থিতিতে উপকূলীয় এলাকা থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করা, জরুরি সরঞ্জাম প্রস্তুত রাখা এবং দুর্যোগকালীন নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। যদিও জাপানে ভ্রমণে এখনো কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি, তবে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে।
এর আগে ২০১১ সালে জাপানে ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে উত্তর-পূর্ব উপকূলে ১৮ হাজারেরও বেশি মানুষ নিহত হন। টোকিও বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, জাপানে প্রতিদিন গড়ে প্রায় তিনটি করে এবং বছরে প্রায় দেড় হাজার ভূমিকম্প ঘটে।
বিজ্ঞানীরা ভূমিকম্পের সুনির্দিষ্ট সময়, স্থান বা মাত্রা আগাম নির্ভুলভাবে বলতে না পারলেও, জাপানের ভূমিকম্প পর্যবেক্ষণ ও সতর্কতা ব্যবস্থা বিশ্বের অন্যতম উন্নত বলে মনে করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available