আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের চেকার্স থেকে স্ট্যানস্টেড বিমানবন্দরে যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী ‘মেরিন ওয়ান’ হেলিকপ্টারটি জরুরি অবতরণ করেছে। এ সময় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও সঙ্গে ছিলেন।
১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী ‘মেরিন ওয়ান’ হেলিকপ্টারে একটি ছোট হাইড্রোলিক সমস্যার কারণে এবং অতিরিক্ত সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পাইলটরা স্ট্যানস্টেড বিমানবন্দরে পৌঁছানোর আগেই একটি স্থানীয় বিমানবন্দরে অবতরণ করেন।
তিনি আরও বলেন, প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি নিরাপদে বিকল্প হেলিকপ্টারে গন্তব্যে গেছেন।এর ফলে ট্রাম্প নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট পরে পৌঁছান। যদিও হোয়াইট হাউস এই বিলম্বের কোনো কারণ জানায়নি।
এদিন উড্ডয়নের কিছুক্ষণ পরেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প মজা করে বলেছিলেন, তিনি আশা করেন, তারা সবাই এয়ার ফোর্স ওয়ানে করে নিরাপদে বাড়ি ফিরতে পারবেন। তিনি রসিকতা করে বলেন, নিরাপদে উড়বেন। জানেন কেন আমি এটা বলছি? কারণ আমি এই ফ্লাইটে আছি, অন্যথায় আমি পরোয়া করতাম না।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে একটি সংবাদ সম্মেলনের পরই মার্কিন প্রেসিডেন্ট যাত্রা শুরু করেছিলেন। সংবাদ সম্মেলনে দুই দেশ একটি নতুন প্রযুক্তি চুক্তির ঘোষণা দেয়। তারা বলেন, এই চুক্তি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিশ্বে ‘প্রাধান্য বিস্তার’ করতে সাহায্য করবে। সূত্র: ডেইলি এক্সপ্রেস।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available