স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: শীতার্ত দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি, টাঙ্গাইল শাখা।

২১ ডিসেম্বর রবিবার সকালে ব্যাংকটির টাঙ্গাইল শাখা ভবনে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের এভিপি ও টাঙ্গাইল শাখা ব্যবস্থাপক ফজলুল বারি। ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে প্রতিবছরের মতো এবারও টাঙ্গাইল শাখার মাধ্যমে পর্যায়ক্রমে মোট ৭৫০টি কম্বল বিতরণ করা হচ্ছে।
শীতবস্ত্রপ্রাপ্ত এক বৃদ্ধা বলেন, ‘সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে সম্মানের সঙ্গে শীতের কম্বল পেয়ে আমি খুবই আনন্দিত। এজন্য ব্যাংক কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই।’
অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক ফজলুল বারি বলেন, ‘প্রতিবছরই আর্ত মানবতার সেবায় এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় ব্যাংক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। আর্থিক সেবার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি।’
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার খান মো. রিয়াসাত আজিম, নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিমসহ শাখার অন্যান্য কর্মকর্তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available