• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ১১:৪৯:৩৯ (08-Dec-2025)
  • - ৩৩° সে:

পর্তুগালকে হারিয়ে ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়

৮ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৪৩:৫০

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: ফুটসাল নারী বিশ্বকাপের প্রথম আসরে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছে। ৭ ডিসেম্বর রোববার ফিলিপাইনের ম্যানিলার পাসিগ সিটির ফিলস্পোর্টস অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে ব্রাজিল পর্তুগালকে ৩-০ গোলে পরাজিত করে প্রথম বিশ্বকাপ শিরোপা জয় করে।

Ad

১৬ দিনের প্রতিযোগিতার সমাপনী দিনে ৫ হাজার দর্শকের উচ্ছ্বাসময় উপস্থিতির মাঝে ব্রাজিলের দাপট দেখা গেছে। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে এমিলি গোল করে ম্যাচে নেতৃত্ব নিয়ে আসেন। এমিলি গত বছর ফিফা সেরা নারী ফুটসাল খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল এবং এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট দুটোই অর্জন করেছেন। তিনি সাত গোল ও দুই অ্যাসিস্ট করেছেন।

Ad
Ad

দ্বিতীয়ার্ধে আমানদিনহা ব্যবধান বাড়ান এবং ম্যাচ শেষের মাত্র তিন মিনিট আগে দেবোরা ভানিন তৃতীয় গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন। ব্রাজিল পুরো টুর্নামেন্ট অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে।

সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে ওঠা পর্তুগাল রানার্সআপ হয়। অন্যদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে স্পেন ৫-১ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করেছে। স্পেনের লরা কর্দোবা দুই গোল করেন।

টুর্নামেন্টের সেরা গোলকিপার পুরস্কার জিতে নেন পর্তুগালের আনা ক্যাথারিনা। ব্রাজিল ফেয়ার প্লে অ্যাওয়ার্ড লাভ করে।

ব্রাজিল কোচ উইলসন সাবোইয়া পর্তুগালের বিরুদ্ধে এই জয়কে শুধুমাত্র একটি ট্রফি জয় হিসেবে দেখছেন না। তিনি বলেন, আমি অত্যন্ত খুশি। খেলোয়াড়রা অসাধারণ এবং কোচিং স্টাফও চমৎকার। এই জয় ফুটসালকে দেশজুড়ে স্কুল, ক্লাব ও বিশ্ববিদ্যালয়গুলোতে আরও জনপ্রিয় করবে। এতে আরও ভালো কোচ এবং খেলোয়াড় তৈরি হবে।

এইভাবে ব্রাজিল ফুটসাল নারী বিশ্বকাপে নিজের অবস্থান শক্ত করেছে এবং ভবিষ্যতে এই খেলার জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর
৮ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২২:২৩






Follow Us