• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই পৌষ ১৪৩২ রাত ০২:৩৩:৪৩ (01-Jan-2026)
  • - ৩৩° সে:

ভক্তদের ঋণ শোধ করতেই নতুন যাত্রা: থালাপতি বিজয়

২৯ ডিসেম্বর ২০২৫ দুপুর ০১:৫৭:২৫

ভক্তদের ঋণ শোধ করতেই নতুন যাত্রা: থালাপতি বিজয়

বিনোদন ডেস্ক: দীর্ঘ ৩৩ বছরের অভিনয় জীবনের ইতি টানলেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়। শিশুশিল্পী হিসেবে মাত্র ১০ বছর বয়সে চলচ্চিত্রে যাত্রা শুরু করা বিজয় ৫১ বছর বয়সে এসে ঘোষণা দিয়েছেন, তার আসন্ন ছবি ‘জানা নায়গান’-ই হবে অভিনয় জীবনের শেষ চলচ্চিত্র।

Ad

সম্প্রতি মালয়েশিয়ার ন্যাশনাল স্টেডিয়াম বুকিত জলিলে ‘জানা নায়গান’ ছবির গান মুক্তির অনুষ্ঠানে ভক্তদের সামনে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। এ সময় আবেগঘন বক্তব্যে বিজয় বলেন, দীর্ঘ ক্যারিয়ারে ইতিবাচক ও নেতিবাচক সব ধরনের সমালোচনার মুখোমুখি হতে হয়েছে তাকে।

Ad
Ad

তবে সব কিছুর ঊর্ধ্বে ভক্তদের ভালোবাসার কথা উল্লেখ করে বিজয় বলেন, ‘ভক্তদের অকুণ্ঠ ভালোবাসাই ছিল আমার এগিয়ে চলার শক্তি। তাদের মুখের দিকে তাকিয়েই আমি আজ এই অবস্থানে পৌঁছেছি।’

তিনি আরও বলেন, ‘অভিনয়ের ৩৩ বছরে যে ভালোবাসা তিনি পেয়েছেন, আগামী ৩৩ বছর তা শোধ করতেই তিনি কাজ করতে চান। তার ভাষায়, বাকি জীবন তিনি ভক্তদের এই ঋণ শোধ করবেন।’

এদিকে মালয়েশিয়া থেকে ভারতে ফেরার পথে রোববার সন্ধ্যায় চেন্নাই বিমানবন্দরে ভক্তদের উপচে পড়া ভিড়ের মুখে পড়েন থালাপতি বিজয়। এ সময় ভক্তদের হুড়োহুড়িতে টার্মিনালে ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি। পরে নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

উল্লেখ্য, অভিনয় ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থাতেই রাজনীতিতে যুক্ত হন থালাপতি বিজয়। তিনি প্রতিষ্ঠা করেন নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)। দল ঘোষণার আট মাস পর ২০২৪ সালের অক্টোবরে প্রথম জনসভায় অংশ নেন তিনি। অল্প সময়ের মধ্যেই তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করে দলটি।

চেন্নাইয়ে জন্ম নেওয়া যোসেফ বিজয় চন্দ্রশেখরকে ভক্তরা ভালোবেসে ‘থালাপতি’ বা সেনাপতি নামে ডাকেন। একের পর এক সফল চলচ্চিত্রের মাধ্যমে কোটি দর্শকের মন জয় করা এই তারকা এখন অভিনয়কে বিদায় জানিয়ে পুরোপুরি মনোযোগ দিচ্ছেন রাজনীতির মাঠে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বছরের শেষ দিনে দেশের বাজারে সোনার দামে পতন
বছরের শেষ দিনে দেশের বাজারে সোনার দামে পতন
৩১ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৫৭:৫১

ঝিনাইদহে ট্রাক চাপায় প্রাণ গেল নারীর
ঝিনাইদহে ট্রাক চাপায় প্রাণ গেল নারীর
৩১ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৪৩:২৪



বিদায় আপসহীন বাংলাদেশের নেতা
বিদায় আপসহীন বাংলাদেশের নেতা
৩১ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৩:৪৩


বিশ্ব গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর
বিশ্ব গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর
৩১ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৬:৫২



Follow Us