• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই পৌষ ১৪৩২ দুপুর ০২:৩৬:৩৭ (23-Dec-2025)
  • - ৩৩° সে:

অকার্যকর পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করল ডিএসই

৬ নভেম্বর ২০২৫ দুপুর ১২:২৩:৩০

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা দেশের পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ৬ নভেম্বর বৃহস্পতিবার এক নোটিশে এই সিদ্ধান্তের কথা জানায় ডিএসই।

Ad

লেনদেন স্থগিত হওয়া ব্যাংকগুলো হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

Ad
Ad

ডিএসই জানায়, ‘ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫’-এর ধারা ১৫ অনুযায়ী গত ৫ নভেম্বর থেকে ব্যাংকগুলোকে অকার্যকর (non-performing) হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই প্রেক্ষিতেই তাদের শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংক ৫ নভেম্বর তারিখে জারি করা এক চিঠির মাধ্যমে নির্দেশ দিয়েছে যে উল্লিখিত ব্যাংকগুলো এখন থেকে ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫ অনুসারে পরিচালিত হবে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক আরেকটি নির্দেশে পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে।

এদিকে ৫ নভেম্বর বুধবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর বলেন, ‘পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের ইকুইটির মূল্য এখন শূন্যের নিচে। ফলে এসব শেয়ারকে জিরো ভ্যালু হিসেবে বিবেচনা করা হবে এবং কাউকে কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া হবে না।’

গভর্নর আরও জানান, একীভূত প্রক্রিয়ার মাধ্যমে ব্যাংকগুলোর সম্পদ ও দায় পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, যা ব্যাংক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করবে।

ডিএসই বলছে, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনার আলোকে ব্যাংকগুলোর পরবর্তী অবস্থা পর্যালোচনা শেষে শেয়ার লেনদেন পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
প্রযোজক সুকুমার রঞ্জন ঘোষ আর নেই
২৩ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:২৭:৩৫




সংবাদ ছবি
মধুপুরে বড়দিন উপলক্ষে মতবিনিময় সভা
২৩ ডিসেম্বর ২০২৫ দুপুর ০১:১২:৪১





সংবাদ ছবি
জমিয়তকে ৪ আসন ছাড় দিল বিএনপি
২৩ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৪৪:২২


Follow Us