• ঢাকা
  • |
  • শনিবার ৩রা কার্তিক ১৪৩২ সকাল ১১:৪৪:১৩ (18-Oct-2025)
  • - ৩৩° সে:

পাবনার ফরিদপুরে চরমপন্থি নেতাকে গুলি করে হত্যা

১৭ অক্টোবর ২০২৫ সকাল ১১:১৩:১৭

সংবাদ ছবি

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক চরমপন্থী নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

১৬ অক্টোবর বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার মঙ্গলগ্রাম বাজারে মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত চরমপন্থী নেতার নাম আব্দুল মতিন (৪৬)। তিনি পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার শ্রীকোল বটতলা এলাকার আজিমুদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি চরমপন্থী গ্রুপ নকশাল নেতা ছিলেন বলে জানা গেছে।

Ad

জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে চরমপন্থী নকশাল দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। তারই জেরে বৃহস্পতিবার বিকেলে আব্দুল মতিনকে মঙ্গলগ্রাম বাজারে মাদ্রাসার সামনে প্রথমে গুলি করে, পরে কুপিয়ে রেখে পালিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় মতিনকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান মতিন।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিউল আজম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা তাকে হত্যা করেছে সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো যাবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
জেনে নিন হাঁসের মাংসের যত উপকারিতা
১৮ অক্টোবর ২০২৫ সকাল ১১:০৩:০৮





Follow Us