স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী’র দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহচর, সাপ্তাহিক হক কথা পত্রিকার সম্পাদক, লেখক, গবেষক, রাজনৈতিক বিশ্লেষক, সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য-সচিব এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী স্টাডিজ-এর শিক্ষক সৈয়দ ইরফানুল বারী (৮২) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

৯ জানুয়ারি শুক্রবার বেলা ১২টা ২০ মিনিটে সন্তোষে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।


তাঁর মৃত্যুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক সইবার জন্য মহান আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available