• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই পৌষ ১৪৩২ রাত ১২:২১:৫৯ (23-Dec-2025)
  • - ৩৩° সে:

শেকৃবির শিক্ষার্থীদের বিদেশে গবেষণার দ্বার উন্মোচিত

৩০ নভেম্বর ২০২৫ সকাল ১১:৫১:২৬

সংবাদ ছবি

ক্যাম্পাস প্রতিনিধি: সম্প্রতি প্রখ্যাত কীটতত্ত্ববিদ ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আব্দুল লতিফ চীনে অনুষ্ঠিত তৃতীয় বেল্ট অ্যান্ড রোড চাইনিজ ইউনিভার্সিটি অ্যান্ড ওভারসিজ পার্টনার এক্সচেঞ্জ কনফারেন্স-এ অংশগ্রহণ করেছেন।

Ad

চীনে অনুষ্ঠিত তৃতীয় বেল্ট অ্যান্ড রোড চাইনিজ ইউনিভার্সিটি অ্যান্ড ওভারসিজ পার্টনার এক্সচেঞ্জ সম্মেলনের মূল লক্ষ্য ছিল চীন, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা এবং মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতা এবং একাডেমিক অংশীদারিত্ব গড়ে তোলা।

Ad
Ad

এ প্রসঙ্গে উপাচার্য ড. আব্দুল লতিফ বলেন, ‘সম্মেলনে উল্লিখিত দেশগুলির অনেক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পরিচালকদের সঙ্গে সরাসরি আলোচনা হয়েছে। বিশেষভাবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর এমএস ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও একাডেমিক গবেষণার সুযোগ বৃদ্ধি করার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলাচনা হয়েছে।’

সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষা ক্ষেত্রের অভিজ্ঞতা, গবেষণা এবং শিক্ষাবিনিময় প্রোগ্রাম সম্প্রসারণের পথ আরও সুগম হবে বলে আশা প্রকাশ করা হয়। বিদেশি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে স্থাপিত এই সম্পর্ক ভবিষ্যতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি করবে।

বিশিষ্ট কীটতত্ত্ববিদ প্রফেসর আব্দুল লতিফ আরও বলেন, সম্মেলন থেকে প্রাপ্ত অভিজ্ঞতা ও নেটওয়ার্কিংকে কাজে লাগিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা সম্প্রসারণে নতুন পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে বিএনপির চেয়ারপারসনের গুরতর অসুস্থ হওয়ার সংবাদে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার সফর সংক্ষিপ্ত করে দ্রুত দেশে ফেরত আসেন। উল্লেখ্য তিনি জিয়া পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যানের ভারপ্রাপ্ত দায়িত্বে আছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
কালিয়াকৈরে তরুণীর রহস্যজনক মৃত্যু
২২ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:০৮:৪৮


সংবাদ ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক গণপিটুনিতে নিহত ২
২২ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৪২:০৮






সংবাদ ছবি
যাত্রা শুরু করল ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান
২২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৪:০২


Follow Us