• ঢাকা
  • |
  • বুধবার ২১শে কার্তিক ১৪৩২ বিকাল ০৫:০৮:৩৮ (05-Nov-2025)
  • - ৩৩° সে:

দারাজের ১১.১১ বিক্রয় উৎসবে জেতার সুযোগ রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০

৫ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৪৭:২৫

সংবাদ ছবি

ডেস্ক রিপোর্ট: দেশের ই-কমার্স খাতের বড় প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ বছরের সর্ববৃহৎ বিক্রয় উৎসব ১১.১১ ক্যাম্পেইন নিয়ে এসেছে, যার মূল প্রতিপাদ্য ‘দ্য রিয়াল বস’। এই বিকিকিনি উৎসব শুরু হবে ১০ নভেম্বর রাত ৮টা থেকে এবং চলবে ২১ নভেম্বর ২০২৫ পর্যন্ত, যেখানে গ্রাহকরা প্রায় দুই সপ্তাহ ধরে সকল পণ্য ক্যাটাগরিতে বিশেষ ছাড়, রোমাঞ্চকর প্রতিযোগিতা ও লাভজনক শপিং অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

Ad

ক্যাম্পেইনের মূল আকর্ষণগুলোর মধ্যে রয়েছে ফ্ল্যাশ সেল ও মেগা ডিল-এ ৮০ শতাংশ পর্যন্ত মূল্যহ্রাস, হট ডিল-এ ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়, ১১ / ১১১ / ১,১১১ / ১১,১১১ টাকার বিশেষ ডিল, ৩৯৯ টাকা ও ৭৯৯ টাকার উপরে অর্ডারে ডেলিভারি ডিসকাউন্ট ও ফ্রি ডেলিভারি ও ব্র্যান্ড রাশ আওয়ারে ফ্ল্যাট ডিসকাউন্ট।

Ad
Ad

ক্যাম্পেইনের অন্যতম আকর্ষণ হলো দারাজের জনপ্রিয় ১ টাকা গেম, যেখানে অংশগ্রহণকারীরা বিনামূল্যে নির্ধারিত পণ্য অর্ডার করে প্রতিযোগিতায় যোগ দিতে পারবেন। গেমের প্রথম পুরস্কার হলো ডেটল-স্পন্সরড রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ বাইক, দ্বিতীয় পুরস্কার শ্রীলঙ্কা যুগল ভ্রমণ প্যাকেজ, তৃতীয় পুরস্কার রিভো এ১১ ইলেকট্রিক স্কুটার, এবং আরও সাতটি আকর্ষণীয় পুরস্কার। গ্র্যান্ড প্রাইজের জন্য অংশগ্রহণকারীদের ন্যূনতম ৩০০ টাকার ডেটল পণ্য কেনার শর্ত পূরণ করতে হবে।

এই বছরের ক্যাম্পেইন আরও বিস্তৃত ও থিমভিত্তিক। এতে থাকবে মিডনাইট রাশ আওয়ার, ইলেকট্রিকাল টুয়েসডে, বিউটি অ্যান্ড ওয়েলনেস থার্সডে, লাইফস্টাইল কোজি ফ্রাইডে, ফ্যাশন ফরোয়ার্ড সানডে এবং ডি-মল মানডে। এছাড়া আবুল খায়ের, বাটা, হায়ার, লটো, ইউনিলিভার, শান, গ্লোবাল ব্র্যান্ডস, ম্যারিকো, মোশন ভিউ, মিস্টিন সহ শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো বিশেষ ছাড় ও ব্র্যান্ড ডে আয়োজন করবে।

দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর বেন ই বলেন, ‘১১.১১ এখন শুধু বিক্রয় উৎসব নয়—এটি দেশের অনলাইন কেনাকাটা এবং গ্রাহকদের বিপুল উৎসাহের জাতীয় মহোৎসবে পরিণত হয়েছে। আমরা আরও বেশি মূল্যছাড়, উন্নত গ্রাহকসেবা এবং ফলপ্রসূ শপিং অভিজ্ঞতার মাধ্যমে বাজারের মানদণ্ডকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’

দারাজের ১১.১১ ক্যাম্পেইন পুরো দেশের কোটি কোটি গ্রাহকের জন্য লাইভ ফ্ল্যাশ সেল থেকে গ্র্যান্ড গিভাওয়ে পর্যন্ত অনলাইন শপিংয়ের অভিজ্ঞতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে প্রস্তুত। গ্রাহকরা দারাজের ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপ ব্যবহার করে এই উৎসবের অংশ হতে পারেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
৫ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:৪০:৩৫










Follow Us