• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে পৌষ ১৪৩২ বিকাল ০৪:২২:১৯ (08-Jan-2026)
  • - ৩৩° সে:

মৃত্যু নিয়ে ফেসবুক পোস্ট দেয়ার তিন দিন পর প্রাণ গেল দুর্ঘটনায়

৭ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:০৬:৩১

মৃত্যু নিয়ে ফেসবুক পোস্ট দেয়ার তিন দিন পর প্রাণ গেল দুর্ঘটনায়

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: তিন দিন আগে ফেসবুকে একটি লেখা দিয়েছিলেন আবু সুফিয়ান আরমান, ‘আমার দেখা এই মাসের মধ্যে, পাশের এবং আমাদের এলাকায় প্রায় ২৫ থেকে ৩০ জন মানুষ আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ তাদের জান্নাত নসিব করুন। যারা দেশে এবং প্রবাসে আছে সবাইকে হেফাজত করুন। একটাই চাওয়া, আল্লাহ আমাদের ঈমানের সঙ্গে মৃত্যু দিও।’

Ad

কেউ তখন বুঝতে পারেনি, এই কথাগুলো যে এত দ্রুত বাস্তব হয়ে উঠবে।

Ad
Ad

৬ জানুয়ারি মঙ্গলবার রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের চারাবটতল এলাকায় কাপ্তাই সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারান মাদ্রাসা ছাত্র আবু সুফিয়ান আরমান (১৮)। কয়েকঘণ্টা পর একই মোটরসাইকেলে থাকা স্কুল ছাত্র মো. আকিব (১৬) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত আরমান উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবিদ পাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবা মো. কামাল ভান্ডারী। আরমান স্থানীয় হযরত শাহ সূফি ছালেহ আহমদ সুন্নিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ছিলেন।

অন্যদিকে নিহত স্কুল ছাত্র মো. আকিব উপজেলার লালানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আলমশাহ পাড়া হাজি বাড়ি এলাকার বাসিন্দা। তাঁর বাবা ওসমান গণি। আকিব রাজাভুবন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয়দের কাছে আরমান ও আকিব পরিচিত ছিলেন ভদ্র, সাধারণ ও পড়াশোনায় মনোযোগী ছাত্র হিসেবে। প্রতিদিনের মতো সেদিনও মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাপ্তাই সড়কে মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। দুই আরোহী সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই আবু সুফিয়ান আরমানের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর সড়কের উত্তর পাশে বিকৃত মোটরসাইকেলের পাশেই পড়ে ছিল আরমানের নিথর দেহ। অন্যদিকে শ্যামলী পরিবহনের বাসটি সড়কের দক্ষিণ পাশে একটি খাদের কিনারায় গিয়ে আটকে যায়। দুর্ঘটনার কারণে কিছু সময় কাপ্তাই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেন।

তবে সড়ক দুর্ঘটনার চেয়েও বেশি আলোড়ন তৈরি করেছে তিন আগে দেয়া আরমানের ফেসবুক পোস্ট। মৃত্যুর পর তার সেই স্ট্যাটাসে একের পর এক মন্তব্য জমছে। কেউ লিখছেন, ‘এমন মৃত্যু যেন আর কারও না হয়।’ কেউ আবার দোয়া করছেন, ‘আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









অবৈধভাবে সার মজুত, লক্ষ টাকা জরিমানা
অবৈধভাবে সার মজুত, লক্ষ টাকা জরিমানা
৮ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:০৬:৪১



Follow Us