নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলার পাঁচটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) এর ১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

৩০ জানুয়ারি শুক্রবার সকাল থেকে নরসিংদী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স টহল কার্যক্রম শুরু করেছে।


বিজিবি সূত্রে জানা যায়, নরসিংদী জেলার পাঁচটি সংসদীয় আসন ও ছয়টি উপজেলার সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছে এই ১৩ প্লাটুন বিজিবি। তারা জেলার তিনটি বেইজ ক্যাম্প থেকে দায়িত্ব পালন করছে। এর মধ্যে নরসিংদী সদর ও পলাশ উপজেলায় চার প্লাটুন, শিবপুর ও মনোহরদী উপজেলায় তিন প্লাটুন এবং রায়পুরা ও বেলাব উপজেলায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাই বিজিবির প্রধান লক্ষ্য বলে জানানো হয়েছে। এ সময় সরকার ও নির্বাচন কমিশনের সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে। পাশাপাশি বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করবে।
এদিকে জেলায় বিজিবি মোতায়েনকে স্বস্তির চোখে দেখছেন সাধারণ ভোটাররা। তারা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে তারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি)-এর অধিনায়ক বলেন, ‘নির্বাচনকে ঘিরে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা দায়িত্ব পালনে প্রস্তুত। নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে বিজিবি।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available