• ঢাকা
  • |
  • রবিবার ৫ই মাঘ ১৪৩২ সকাল ০৭:২৪:৩৮ (18-Jan-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

১৬ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:১৩:১২

মানিকগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ: মানিকগঞ্জে সংবাদ প্রকাশের জেরে দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও বাংলাভিশনের সাংবাদিক আকরাম হোসেনকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

Ad

১৫ জানুয়ারি বৃহস্পতিবার মানিকগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই সাংবাদিক।

Ad
Ad

জিডি অনুযায়ী যানা যায়, ১৪ জানুয়ারি রাতে দৈনিক আমার নিউজ কার্যালয়ে অবস্থানকালে একটি বিদেশি নম্বর থেকে ফোন করে সংবাদ ও ক্যাপশন নিয়ে আপত্তিকর ভাষায় কথা বলে। তাকে ও তার পরিবারকে ক্ষয়ক্ষতির হুমকি দেওয়া হয়। এ ঘটনার পর থেকে ওই সাংবাদিক ও তার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জিডিতে উল্লেখ করা হয়।

এ ঘটনায়, মানিকগঞ্জ প্রেসক্লাব, সম্পাদক পরিষদ, জেলা সাংবাদিক সমিতি ও টেলিভিশন রিপোর্টার্স ইউনিটিসহ সকল সাংবাদিকবৃন্দের পক্ষ থেকে তীব্র নিন্দা জানিয়ে হুমকিদাতাকে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







নুরের আসনে বিএনপির দুই উপজেলা কমিটি বিলুপ্ত
নুরের আসনে বিএনপির দুই উপজেলা কমিটি বিলুপ্ত
১৭ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:০৩:২৮





Follow Us