বিনোদন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভেম্বর থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত প্রায় ১০ কোটি ডলারের করপোরেট বন্ডে বিনিয়োগ করেছেন। সর্বশেষ আর্থিক বিবরণীতে এ তথ্য প্রকাশিত হয়েছে।

বিবরণীতে উল্লেখ করা হয়, ট্রাম্পের বিনিয়োগের মধ্যে নেটফ্লিক্স ও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি সংস্থার বন্ডে সর্বোচ্চ ২০ লাখ ডলার পর্যন্ত বিনিয়োগ রয়েছে। এটি হলো সেই সময়কাল, যখন দুটি কোম্পানি একীভূত হওয়ার ঘোষণা দিয়েছে।


প্রকাশিত তথ্য অনুযায়ী, ট্রাম্পের কেনা বন্ডের বড় অংশ এসেছে বিভিন্ন শহর, স্থানীয় স্কুল জেলা, ইউটিলিটি সংস্থা ও হাসপাতালের পৌর বন্ড থেকে। এছাড়া তিনি বোয়িং, অক্সিডেন্টাল পেট্রোলিয়াম ও জেনারেল মোটরসের মতো বড় করপোরেশনের বন্ডেও বিনিয়োগ করেছেন।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বকালীন সময়ে ট্রাম্পের বিনিয়োগ পোর্টফোলিও সম্প্রসারণের অংশ হিসেবেই এসব নতুন সম্পদ যুক্ত হয়েছে। তবে কিছু খাতের ক্ষেত্রে ট্রাম্পের নীতির কারণে সম্ভাব্য লাভবান হওয়ার আশঙ্কা থাকায় স্বার্থের সংঘাত নিয়ে প্রশ্নও উঠেছে।
উদাহরণ হিসেবে, ডিসেম্বর মাসে ট্রাম্প নেটফ্লিক্সের প্রস্তাবিত ৮৩ বিলিয়ন ডলারের ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি অধিগ্রহণ বিষয়ে মন্তব্য করেছিলেন। এ ধরনের কোনও চুক্তির জন্য অবশ্য নিয়ন্ত্রক অনুমোদন প্রয়োজন হবে।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা, নাম প্রকাশ না করার শর্তে জানান যে, ট্রাম্পের শেয়ার ও বন্ড পোর্টফোলিও স্বাধীন তৃতীয় পক্ষের আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়। এতে ট্রাম্প বা তার পরিবারের কোনো সদস্য বিনিয়োগ বিষয়ে সরাসরি নির্দেশনা বা প্রভাব প্রয়োগ করতে পারেন না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available