সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ অর্থ ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে।

১৪ জানুয়ারি বুধবার ভোরে সদর উপজেলার পলাশপোল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে ৪২০টি ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৪ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া ৬টি দেশীয় অস্ত্র, ১৫টি লাঠি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।


আটক ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল এলাকার আমিনুল সরদারের ছেলে ইয়াসিন আরাফাত (২৫), কামালনগর এলাকার মৃত আ. রাজ্জাকের ছেলে রাকিব হোসেন (২০) এবং মৃত মুকুল হোসেনের ছেলে মুরাদ হোসেন (২০)।
সেনাবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ইয়াসিন আরাফাত জেলার অন্যতম চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মাদক চোরাচালান ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিরা উদ্ধারকৃত অস্ত্র ও লাঠি ব্যবহার করে জেলায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাদুদুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available