টাঙ্গাইল প্রতিনিধি: চলবো মোরা একসাথে, জয় করব মানবতাকে - এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে অরাজনৈতিক মানবসেবা মুলক অনলাইনভিত্তিক হোয়াটসঅ্যাপ প্লাটফর্ম ‘মানবতার মেলবন্ধন’ গ্রুপের পক্ষ থেকে অসহায়দের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

১০ জানুয়ারি শনিবার সকালে উপজেলার পৌর এলাকার মালাউড়ীতে ৫শ’ শীতার্ত মানুষের হাতে এ কম্বল তুলে দেন অরাজনৈতিক মানবসেবা মুলক অনলাইনভিত্তিক হোয়াটসঅ্যাপ প্লাটফর্ম ‘মানবতার মেলবন্ধন’ গ্রুপ।


বিশিষ্ট ব্যবসায়ী মো. সেকান্দর আলীর সভাপতিত্বে ও গ্রুপের এডমিন ও সাবেক কুয়েত প্রবাসী মিজানুর রহমানের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (অব.) উপ-পরিচালক মো. দুলাল মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ শাখা ইসলামি ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিসার মো. শফিকুল ইসলাম।
এসময় জনতা ব্যাংক পিএলসি মধুপুর শাখার সিনিয়র অফিসার (অব.)মো. কামরুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী মো. আতিকুর রহমান আলমগীর, দিঘলআটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আব্দুল লতিফসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি। এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available