পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ এক নারী পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

৯ জানুয়ারি শুক্রবার বিকেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন সময়ে ড. আবিদা হাফিজ গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এক নারী পরীক্ষার্থীর কানে ডিভাইস পাওয়া গেলে কক্ষ পরিদর্শক তাকে আটক করেন। পরে কেন্দ্রসচিব পুলিশের সহায়তায় দায়িত্বরত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে ওই পরীক্ষার্থীকে সোপর্দ করা হয়। আটক কৃত নারী পরীক্ষার্থী রুবিনা খাতুন পঞ্চগড় সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। তার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা রোল নম্বর ৩৯২০৬৭৮।


তথ্যমতে, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫ উপলক্ষে পঞ্চগড়ের ২০টি পরীক্ষা কেন্দ্রে যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় পঞ্চগড় জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০,৮১০ জন, অংশগ্রহণ কারী ছিলেন ৮৭৮১ জন।
পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান জানান, অনৈতিকভাবে কানে ডিভাইস ব্যবহার করায় কক্ষ পরিদর্শক একজন নারী পরীক্ষার্থীকে আটক করে নিয়মিত মামলায় অভিযোগ দায়েরের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটক নারী পরীক্ষার্থীর এক বছরের একটি শিশু সন্তান রয়েছে। সে স্বামীর সহযোগিতায় এ ধরনের ডিভাইস ব্যবহারের চেষ্টা করেছিলো। অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ছাড়া সার্বিক সন্তোষজনকভাবে পরীক্ষার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available