• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে পৌষ ১৪৩২ সকাল ০৮:৪৯:১১ (10-Jan-2026)
  • - ৩৩° সে:

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ, ভোগান্তিতে রোগী ও স্বজনরা

৯ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:০৪

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ, ভোগান্তিতে রোগী ও স্বজনরা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ডে সপ্তাহ ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে করে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও রোগীর স্বজনরা ভোগান্তিতে পড়েছে।

Ad

তবে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান বলেন, পানির সরবরাহ লাইনের ত্রুটির ফলে মাঝেমাঝে তিন তলায় ওয়ার্ডে সদস্যা দেখা দেয়। পানির সরবরাহ স্বাভাবিক করতে চেষ্টা চলছে।

Ad
Ad

৯ জানুয়ারি শুক্রবার সরেজমিনে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের তিন তলায় পুরুষ ওয়ার্ডে এবং কেবিনে ওয়াসরুমে ও বাথরুমে পানি নাই। পানি সরবরাহ বন্ধ থাকায় ওয়ার্ডে ভর্তি হওয়ায় রোগী ও স্বজনরা নিচ থেকে পানি এনে ওয়াসরুমে ও বাথরুমে পানি ব্যবহার করছেন।

পুরুষ ওয়ার্ডে ভর্তি হওয়া রোগী ও তাদের স্বজনরা জানান, কয়েকদিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় ওয়াসরুমে ও বাথরুমে তাদের সমস্যা হচ্ছে। পানি সরবরাহ বন্ধ থাকায় রোগী ও রোগীর স্বজনরা ভোগান্তিতে পড়েছে।

হাবিবুর রহমান নামে এক রোগীর স্বজন বলেন, চিকিৎসা নিতে এসে এমন দূর্ভোগ কখনো কল্পনা করিনি। পানি ছাড়া হাসপাতাল কীভাবে চলে?। গত কয়েকদিন ধরে পানি সমস্যা দেখা দিলেও  সমাধান না হওয়ায় কর্তৃপক্ষের দায়িত নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজয় সাহা বলেন, “আমি (তিনি) বৃহস্পতিবার অফিস করেছি। তিন তলায় পুরুষ ওয়ার্ডে পানি সরবারহ সমস্যার কথা কেউ অবগত করেননি। সপ্তাহ ধরে নয়, মাঝে মাঝে পানির সরবরাহের সমস্যা দেখা দেয়। পানির সরবরাহ স্বাভাবিক করতে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কথা হয়েছে, তারা সমাধানের চেষ্ঠা করছে।

রংপুর জেলা সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ব্যালট বাক্স নষ্ট বা হারালে ভোট বন্ধ: ইসি
ব্যালট বাক্স নষ্ট বা হারালে ভোট বন্ধ: ইসি
৯ জানুয়ারী ২০২৬ রাত ০৯:২৮:৪৮


বাসা থেকে পায়ে হেঁটে অফিসে তারেক রহমান
বাসা থেকে পায়ে হেঁটে অফিসে তারেক রহমান
৯ জানুয়ারী ২০২৬ রাত ০৮:৩৪:৩১


নদীর বুকে রাতে জেগে থাকা মানুষ পরশ মাঝি
নদীর বুকে রাতে জেগে থাকা মানুষ পরশ মাঝি
৯ জানুয়ারী ২০২৬ রাত ০৮:২৪:৫৫


মিয়ানমার সীমান্তে বিস্ফোরণ, কাঁপছে টেকনাফ
মিয়ানমার সীমান্তে বিস্ফোরণ, কাঁপছে টেকনাফ
৯ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:১২


Follow Us