সাভার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ আখিল ইসলাম (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

৮ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানাধীন স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মো. শহিদুজ্জামান।


এর আগে, বুধবার রাত ১০টার দিকে আশুলিয়ার নয়ারহাট বাজার এলাকার ব্রিজের নিচ থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক আখিল ইসলাম সাভারের পোড়াবাড়ি ছোট ওমরপুর এলাকার লোকমান মিয়া ওরফে লুখুমের ছেলে। তিনি একজন পেশাদার মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার নয়ারহাট বাজার এলাকায় ব্রিজের নিচে কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করেন আশুলিয়া পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আখিল ইসলাম নামের একজনকে আটক করে পুলিশ। এসময় তার দেহ তল্লাশি চালিয়ে ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আশুলিয়া থানাধীন স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মো. শহিদুজ্জামান জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available