• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই পৌষ ১৪৩২ বিকাল ০৪:১৪:৩৫ (01-Jan-2026)
  • - ৩৩° সে:

পটুয়াখালীতে নবজাতকের নাম রাখা হলো ‘খালেদা জিয়া’

১ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:০৯:১২

পটুয়াখালীতে নবজাতকের নাম রাখা হলো ‘খালেদা জিয়া’

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়ায় সদ্য জন্ম নেওয়া এক কন্যাশিশুর নাম রাখা হয়েছে ‘খালেদা জিয়া’। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দিনে জন্ম হওয়ায় তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকে পরিবারটি এই সিদ্ধান্ত নিয়েছে।

Ad

৩০ ডিসেম্বর মঙ্গলবার কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির জন্ম হয়। নবজাতকটি উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইলিয়াস আজিজ ও মারিয়ম দম্পতির সন্তান। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা ও শিশু উভয়ই বর্তমানে সুস্থ আছেন।

Ad
Ad

নবজাতকের বাবা ইলিয়াস আজিজ জানান, বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও দেশপ্রেমের প্রতি তাঁদের গভীর শ্রদ্ধা রয়েছে।

তিনি বলেন, ‘যেদিন আমার কন্যাসন্তান জন্ম নেয়, সেদিন চারদিকে শোকের আবহ ছিল। সেই আবেগ ও অনুভূতি থেকেই মেয়ের নাম রেখেছি খালেদা জিয়া। আল্লাহ বাঁচিয়ে রাখলে আমি তাঁকে কোরআনের হাফেজ বানাতে চাই।’

নবজাতকের মা মারিয়ম জানান, পারিবারিকভাবেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা চান তাঁদের সন্তান নৈতিকতা ও আদর্শ নিয়ে বড় হয়ে উঠুক।

ব্যতিক্রমী এই নামকরণ এলাকায় বেশ আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দা আল-আমিন বলেন, এটি একটি ব্যক্তিগত সিদ্ধান্ত হলেও এর মধ্য দিয়ে রাজনৈতিক ইতিহাসের প্রতি সাধারণ মানুষের আবেগের প্রতিফলন ঘটেছে।

স্থানীয় এক বিএনপি নেতা এই ঘটনাকে দলীয় নেত্রীর প্রতি সাধারণ মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। তার মতে, এমন সিদ্ধান্ত প্রমাণ করে যে তৃণমূল পর্যায়ে খালেদা জিয়ার জনপ্রিয়তা কতটা গভীর।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাঁর মৃত্যুর দিনে জন্ম নেওয়া এই শিশুর নামকরণ সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









ঘোড়াঘাটে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান
ঘোড়াঘাটে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান
১ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:১৬:৪৭



Follow Us