• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই মাঘ ১৪৩২ সকাল ১০:০৩:২৮ (23-Jan-2026)
  • - ৩৩° সে:

চাঁদপুরে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, কিশোরের মৃত্যু

২৭ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:৩২:০৬

চাঁদপুরে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের সাহার বাজারে অগ্নিকাণ্ডে সাব্বির হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় বাজারের পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে।

Ad

২৭ ডিসেম্বর শনিবার সকাল ১০টার দিকে ওই বাজারের জয়নালের মুদি দোকানে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Ad
Ad

নিহত সাব্বির হোসেন উপজেলার শালদহ ছৈয়াল বাড়ির বাসিন্দা। সে জয়নালের মুদি দোকানের কর্মচারি ছিল।

পুড়ে যাওয়া ব্যবসাপ্রতিষ্ঠানগুলো হলো- ইমাম হোসেনের ফার্মেসি, নজরুলের মাছের খাদ্যের দোকান, জহিরের ওয়ার্কশপ, রুবেলের সাইকেলের গ্যারেজ ও শাহআলমের হার্ডওয়ারের দোকান।

ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ কামরুল হাসান বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থলে একটি ইউনিট ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে পুড়ে মারা যাওয়া কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে আইনানুগ প্রক্রিয়ার জন্য হস্তান্তর করা হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আজ সরস্বতী পূজা
আজ সরস্বতী পূজা
২৩ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:১২:৩৫







Follow Us