গাজীপুর (উত্তর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শ্রীপুর ও গাজীপুর সদর উপজেলার লবনদহ নদীর উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণমূলক কাজ শীর্ষক প্রকল্প সম্পর্কে অংশীদারদের অবহিতকরণ এবং এ বিষয়ে মতামত গ্রহণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ ডিসেম্বর রোববার বিকেলে গাজীপুর পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে উপজেলার মাওনা ইউনিয়নের ইন্দ্রবপুর গ্রামের গ্লোরিয়াস স্কুলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


গাজীপুর পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জহিরউদ্দিনের সভাপতিত্বে উপ-বিভাগীয় প্রকৌশলী বিপ্লব সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা পানি উন্নয়ন সার্কেল-১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও লবনদহ নদী খনন প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) দেওয়ান আইনুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দ্রুত সময়ের মধ্যে লবনদহ নদীর সীমানা নির্ধারণ ও জবরদখল উচ্ছেদ করে খনন শেষ করা হবে। নদীর কয়েকটি পয়েন্টে দুপাশে স্থায়ী ব্রিজ করে ব্যবহার করছে শিল্প মালিকরা। দ্রুত সময়ের মধ্যে ব্রিজগুলো অপসারণ করা হবে। লবনদহ নদী খননে চারটি মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। নদী খননের পর বৃক্ষ রোপণ করা হবে। পাশাপাশি প্রকল্পে পক্ষে সেগুলোর পরিচর্যা করবে দুবছর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী উম্মে ফাতেমা রুমানা আফরোজ, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আরেফিন বাদল, গাজীপুর জেলা রেভিনিউ ডেপুটি কালেক্টর আরডিসি, সাবরিনা আক্তার, শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. সাইদুল ইসলাম, রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন, নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার সাধারণ সম্পাদক সাঈদ চৌধুরী, নদী প্রকৃত ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. খোরশেদ আলমসহ প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available