• ঢাকা
  • |
  • সোমবার ২রা অগ্রহায়ণ ১৪৩২ রাত ১২:৪১:৪৪ (17-Nov-2025)
  • - ৩৩° সে:

নরসিংদীর শিবপুরে লকডাউন বিরোধী মহাসমাবেশ

১৬ নভেম্বর ২০২৫ রাত ০৯:১৩:২০

সংবাদ ছবি

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি: বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে নরসিংদীর  শিবপুরে কালো টাকার ছড়াছড়ি ও অনিয়মের অভিযোগ তুলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শিবপুর উপজেলা বিএনপি সভাপতি আবুল হারিস রিকাবদার কালামিয়া স্যার।

Ad

১৬ নভেম্বর রোববার বিকেলে শিবপুর ইটাখোলা মোড়ে লকডাউন বিরোধী মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

Ad
Ad

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিবপুরে যারা নিজেদের বিএনপি বলে পরিচয় দেয়, তাদের অনেকেই বিভিন্ন অপকর্মে জড়িত। গত ২০ বছর ধরে আমরা শিবপুরে বিএনপিকে আগলে রেখেছি। আজ আমাদের ডাকে জনসমুদ্র প্রমাণ করে প্রকৃত বিএনপি কারা। হাইব্রিড নেতাদের বর্জন করুন।” তারা শিবপুর নির্বাচনী এলাকায় কালো টাকা ছড়াচ্ছে তাদেরকে প্রতিহত করুন।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু তাহের চেয়ারম্যান। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু।

তার বক্তব্যে মিন্টু বলেন, “আমি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। আমার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। আমার সন্তান জন্মের সময়ও আমি জেলখানায় ছিলাম। আমার বাবা দুই বিঘা জমি বিক্রি করে আমাকে জামিনে মুক্ত করেছিলেন। অথচ অনেকেই বালু ব্যবসা, মামলা বাণিজ্য ও জমির ব্যবসা করে টাকার পাহাড় গড়েছে।”

তিনি আরও বলেন, “শিবপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন ক্লিন ইমেজের রাজনীতি করে। যারা অপকর্মে জড়িত, তাদের বর্জন করুন। ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। শিবপুরে নাশকতা করতে দেবো না, লকডাউনও মানি না।”

সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। বক্তব্য শেষে সবাইকে ধন্যবাদ জানান আবুল হারিস রিকবদার কালামিয়া স্যার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১৬
১৬ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৯:৩৬


সংবাদ ছবি
রাঙ্গুনিয়ায় চুলার আগুনে পুড়ল বসতঘর
১৬ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৮:৫০

সংবাদ ছবি
আইসিউতে লড়াই শেষে শিক্ষিকা ফাতেমার মৃত্যু
১৬ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২২:৪৮


Follow Us