• ঢাকা
  • |
  • রবিবার ২রা অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৬:২০:৩১ (16-Nov-2025)
  • - ৩৩° সে:

‘বন্দর বিদেশিদের হাতে দেব না’ স্লোগানে স্কপের মশাল মিছিল

১৬ নভেম্বর ২০২৫ সকাল ১১:০৮:৪৩

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরকে বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে মশাল মিছিল করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। 

Ad

১৫ নভেম্বর শনিবার সন্ধ্যায় হালিশহরে এ মশাল মিছিল হয়। এ সময় বন্দরবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবিতে নানা স্লোগান দেওয়া হয়। নগরীর নয়াবাজার বিশ্বরোড থেকে শুরু হয়ে মিছিলটি আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। পরে বড়পুল এলাকায় গিয়ে সমাবেশ হয়। 

Ad
Ad

মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, ‌দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর জাতীয় সম্পদ ও কৌশলগত নিরাপত্তার প্রশ্নে অতি গুরুত্বপূর্ণ। কার স্বার্থে এনসিটি, লালদিয়া টার্মিনালসহ মূল স্থাপনাগুলো বিদেশী অপারেটরের হাতে তুলে দেওয়া হচ্ছে? এ সিদ্ধান্ত জনগণের মতামতের বিরুদ্ধে, জাতীয় স্বার্থবিরোধী।

শ্রমিক নেতারা বলেন, বিদেশীদের স্বার্থেই অন্তর্বর্তী সরকার এ সিদ্ধান্ত বহাল রাখতে চাইছে। তাদের দাবি, নির্বাচিত নয় এমন সরকারের পক্ষে চট্টগ্রাম বন্দরের মতো কৌশলগত সম্পদ নিয়ে সিদ্ধান্ত নেওয়া অনৈতিক।

বক্তারা আরও বলেন, বিগত সরকারের সময় নেয়া একতরফা ইজারার সিদ্ধান্ত বর্তমান সরকার বহাল রেখেছে, এটি দুঃখজনক। চট্টগ্রাম বন্দরকে বিদেশীদের হাতে তুলে দেয়ার কোনো চক্রান্ত জনগণ মেনে নেবে না। তারা জানান, এ আন্দোলন কেবল শ্রমিকদের নয়, সমগ্র জনগণের আন্দোলন। রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, নাগরিক সমাজ সবাইকে যুক্ত করতে হবে। 

মিছিল শেষে নেতারা পুনরায় সরকারের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন এবং জাতীয় স্বার্থবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
রংপুরের কাউনিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
১৬ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৮:৪৯







সংবাদ ছবি
সাভারে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ
১৬ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:০৩:৪৫



Follow Us