• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে কার্তিক ১৪৩২ দুপুর ০২:০৮:৩৭ (06-Nov-2025)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে যুবলীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

৬ নভেম্বর ২০২৫ সকাল ১১:৫১:৩৩

সংবাদ ছবি

ঝিনাইদহ প্রতিনিধি: শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি শামিম হোসেন মোল্লাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

Ad

৫ নভেম্বর বুধবার বিকেলে ঝিনাইদহ শহরের এলজিইডি অফিস চত্বরে একদল যুবক তার উপর চড়াও হয়। এসময় তাকে কিল ঘুষি মেরে রক্তাক্ত জখম করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ঝিনাইদহ থানায় নিয়ে আসে।

Ad
Ad

প্রত্যক্ষদর্শী মনোয়ার হোসেন জানান, অফিস থেকে বের হওয়ার পর জুলাইযোদ্ধারা তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে। শামিম হোসেন মোল্লা আওয়ামী লীগ সরকারের আমলে টেন্ডারবাজি, সরকারি সম্পদ দখল ও ত্রাস সৃষ্টি করে আতংকিত জনপদ গড়ে তোলেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন খবর নিশ্চত করে জানান, ‘শামিম হোসেন মোল্লাকে বুধবার বিকালে মারধর করা হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে পুলিশ।’

তিনি আরো জানান, ‘তার নামে ঝিনাইদহ সদর থানায় কোন মামলা নেই। তাকে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়েছে।’

এর আগে, গত ১৩ জুলাই শৈলকুপার গাড়াগঞ্জ বাজার এলাকার মহেশপুর এলপিজি গ্যাস পাম্প থেকে শামীম মোল্লাকে ডিবি পরিচয়ে একদল দুর্বৃত্ত দুইটি মাইক্রোবাসে অপহরণ করে।

অপহরণকারীরা তার পিতা ইউপি চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্যার কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে পুলিশ ফরিদপুরের ভাঙ্গা এলাকা থেকে শামীমকে উদ্ধার করে এবং চারজনকে আটক করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
জামিন পেলেন লতিফ সিদ্দিকী
৬ নভেম্বর ২০২৫ দুপুর ০১:১০:০৪










Follow Us