ডুমুরিয়া-পাইকগা (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ার ফুলবাড়িয়ায় অন্যের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার অভিযোগে মাদ্রাসার শিক্ষক মুহতামিম মোস্তফা কামাল হাবীবির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী স্বামী রিপন মোড়ল (৪৪)।

১ নভেম্বর শনিবার বিকেলে ডুমুরিয়া উপজেলার নিজ এলাকায় মঠবাড়িয়া গ্রাম্য রাস্তার মোড়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম ভোক্ষের সঞ্চার হয়। এলাকার নারী পুরুষসহ শতাধিক মানুষ উপস্থিত হয়ে ক্ষোভ বিক্ষোভ করতে দেখা যায়।


ভুক্তভোগী স্বামী রিপন মোড়ল বলেন, প্রায় ২২ বছর আগে সাতক্ষীরার তালা উপজেলার শিরাশুনি গ্রামের মকবুল হোসেনের কনিষ্ঠ কন্যা শিপু বেগম (৩৮) এর সাথে ইসলামি শরিয়াহ মোতাবেক বিয়ে হয়। সংসার জীবনে আমাদের আয়েশা খাতুন (২০) ও বায়োজিদ মোড়ল (১২) নামের দুইজন সন্তান রয়েছে। বেশ সুখে চলছিল আমাদের সংসার। কিন্তু ৭/৮ বছর পূর্বে কুলবাড়িয়া আল হাবিব নুরানী ক্যাডেট স্কীম মহিলা মাদ্রাসায় লেখা পড়া করত তাদের একমাত্র মেয়ে আয়েশা খাতুন। সেই সুবাদে মাদ্রাসা মুহতামিম ও পরিচালক মোস্তফা কামাল হাবিবী অবাধে যাতায়াত ছিলো ওই বাড়িতে।
তিনি আরও বলেন, কিন্তু নারীলোভী মোস্তফার কু-নজর পড়ে স্ত্রী শিপু বেগমের উপর। এক পর্যায়ে তাদের মধ্যে গোপনে হয় শুরু পরকীয়া। দীর্ঘদিন ধরে চলতে থাকে তাদের অবৈধ সম্পর্ক। অনেক সময়ে তাদের বেপোরায়া চলাফেরা করতে দেখা যায়। বিভিন্ন সময় বাবা বাড়িতে যাওয়ার নাম করে বিভিন্ন স্থানে রাত্রি যাপনসহ অবৈধ শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে আমার স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১৩ অক্টোবর বাগিয়ে নিয়ে গেছে। এসময় আমার ঘরে থাকা নগদ টাকা সোনার গহনাসহ ৪ লক্ষ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।

মোস্তফা কামাল হাবিবী একজন ভণ্ড ধর্মব্যবসায়ী ও নারীলোভী ব্যক্তি। এছাড়া তার বিরুদ্ধে নারী শিক্ষক ও কাজের বুয়ার সাথে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। আমি ন্যায় বিচার চাই। আর যেন এমন কারো সংসার না ভাঙে।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক সাজ্জাত আলী শেখ, আতিয়ার রহমান মোড়ল, মুজিবুর রহমান সরদার বাহের, আ. গনি মোড়ল, আবু হাসান সরদার, তুহিন মোড়ল, রসুল গাজী, আব্দুল মালেক মোড়ল, আ. অহাব জোয়াদ্দার, আবু হুরাইয়া, আব্দুর রাজ্জাক সরদার, রুহোল আমিন খোকা, আব্দুল গাজী, শাহাজান গাজী, নজরুল ইসলাম, আসাদুল শেখ, হবি গাজী আব্দুল খালেক মোড়ল,আ. সালাম গাজী, বিল্লাল শেখ সিরাজ মোড়লসহ অন্তত শতাধিক নারী পুরুষ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available