• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩২ রাত ০১:৩৪:০৩ (25-Oct-2025)
  • - ৩৩° সে:

খুলনায় আধুনিক কারাগারের কার্যক্রম শুরু কাল

২৪ অক্টোবর ২০২৫ রাত ০৯:৩৯:০৭

সংবাদ ছবি

খুলনা ব্যুরো : আগামীকাল (শনিবার) খুলনার জেলা নতুন আধুনিক কারাগারে বন্দি স্থানান্তর শুরু করতে যাচ্ছে কারা কর্তৃপক্ষ। নতুন নির্মিত এই কেন্দ্রীয় কারাগারে প্রথম ধাপে  ১০০ বন্দী স্থানান্তরের মধ্যদিয়ে কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে ধাপে ধাপে নেওয়া হবে বাকি বন্দিদের। এ স্থানান্তরের পর মেট্রোপলিটন এলাকার বন্দীরা পুরনো কারাগারে এবং জেলা এলাকার বন্দীদের নতুন কারাগারে রাখা হবে। তবে প্রশাসনিক জটিলতা থাকলে এক-দুই দিন পিছিয়ে যেতে পারে বলে মনে করছেন কারা কর্তৃপক্ষ।

খুলনা জেলা কারাগার সূত্রে জানাযায় , খুলনার সিটি (রূপসা সেতু) বাইপাস সড়কে প্রায় ৩০ একর জমির ওপর নতুন কারাগার নির্মাণের উদ্দোগ নেয়া হয়। ২০১১ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক)  প্রকল্পটির প্রস্তাব আনা হয়। ১শ ৪৪ কোটি টাকার বাজেটে ওই কমিটিই  কারাগার নির্মাণ’ প্রকল্পের অনুমোদন দেয়। ২০১৬ সালের জুন মাসে নতুন কারাগারে নির্মাণকাজ শুরু হয়। তবে করোনা মহামারিসহ নানা জটিলতায় ৮ বার নির্মান কাজের সময় বাড়ানো হয়েছে। দুই দফা সংশোধনের পর কাজের ব্যয় বেড়ে বৃদ্ধি হয়েছে ২৮৮ কোটি টাকা। 
নতুন এই কারাগারটিতে বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য আলাদা ইউনিট করা হয়েছে।

Ad
Ad

অপ্রাপ্তবয়স্কদের জন্য বিশেষ ব্যারাক, নারী বন্দিদের জন্য হাসপাতাল, কাজের জায়গা ও একটি মোটিভেশন কেন্দ্রসহ পৃথক অংশ রয়েছে। এছাড়া এখানে নির্মান করা হয়েছে  ৫০ শয্যার হাসপাতাল, কারা কর্মীদের সন্তানদের জন্য একটি স্কুল,ও ডে কেয়ার, মোটিভেশন সেন্টার। কারাগারে  হস্তশিল্প প্রশিক্ষণ শেড এবং বিনোদন সাংস্কৃতিক সুবিধাও রয়েছে ।

Ad

একটি গ্রন্থগার, ডাইনিং হল, সেলুন ও লন্ড্রিও ব্যবস্থাও করা হয়েছে।  পুরুষ ও মহিলা উভয় বন্দির জন্যই আলাদা নামাজের ঘর, কাজের জায়গা রয়েছে। নতুন কমপ্লেক্সটি একটি আধুনিক আবাসিক এলাকার মতো দেখতে, যেখানে টাইলসযুক্ত হাঁটার পথ, সাজানো বাগান ও নতুন রং করা ভবন রয়েছে। এখানে মোট ৫২টি ভবন নির্মিত হয়েছে।
এদিকে , ১৯১২ সালে ভৈরব নদীর তীরে খুলনার বর্তমান পুরানো কারাগারটি নির্মিত হয়ে ছিলো। ২১ বছর আগে অর্থাৎ ২০০৪ সালে এ ভবনটিকে ‘ঝুঁকিপূর্ণ ভবন’ হিসেবে চিহ্নিত করে খুলনা সিটি কর্পোরেশন।

৬৭৮ জন বন্দির ধারণক্ষমতা নিয়ে তৈরি করা হলেও বর্তমানে এখানে ১ হাজার ৪০০ জনেরও বেশি বন্দি রয়েছে। কারাগারের পুরোনো এই কাঠামোটি নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্যও অনুপযুক্ত বলে বিবেচিত হয়েছে।

খুলনা কারাগারের জেলার মুনির হোসেন বলেন, নতুন কারাগারে বন্দী স্থানান্তরের মাধ্যমে পুরনো কারাগারের অতিরিক্ত চাপ অনেকটাই কমে যাবে। বর্তমানে পুরনো কারাগারে ১ হাজার ৪’শর বেশি বন্দী রয়েছে, যা ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি। নতুন কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরের পর মেট্রোপলিটন এলাকার বন্দীরা পুরনো কারাগারে এবং জেলা এলাকার বন্দীরা নতুন কারাগারে রাখা হবে।

তিনি আরও বলেন, সবকিছু ঠিক থাকলে শনিবার নতুন কারাগারে বন্দিদের স্থানান্তরের প্রক্রিয়া শুরু হচ্ছে। তবে প্রশাসনিক জটিলতা থাকলে এক-দুই দিন পিছিয়ে যেতে পারে। প্রথম ধাপে আমরা ১শবন্দিকে নতুন আধুনিক কারাগারে স্থানান্তর করবো। পরে পর্যায়ক্রমে অন্যান্য বন্দিদের নেওয়া হবে।

তিনি বলেন, নতুন কারাগারের কার্যক্রম শুরুহলেও পুরাতন (বর্তমান) কারাগারেও কার্যক্রম অব্যাহত থাকবে। ভবিষ্যতে নতুন করাগারটি জেলার কেন্দ্রীয় কারাগার হিসেবে গণ্য হবে। এছাড়া বর্তমান জেলখানা ঘাট এলাকায় থাকা কারাগারটি মেট্রোপলিটন কারাগার হিসেবে কার্যক্রম চালিয়ে যাবে। দুটি কারাগার চলমান রাখার বিষয়ে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। এটি গেজেট হিসেবে প্রকাশ করা হলে পৃথক নামে দুটি কারাগার আলাদাভাবে কার্যক্রম পরিচালনা করবেন।

দুই কারাগারে জেল সুপার এবং জেলার আলাদা আলাদাভাবে দায়িত্ব পালন করবেন। তবে বর্তমান কারাগারের কর্মকর্তারাই দুটি কারাগারের দায়িত্ব পালন করবেন।

জেল সুপার নাসির বলেন, গত জুলাই মাসের শেষ সপ্তাহে কারাগারটি আমাদের বুঝে নেওয়ার কথা ছিল।  কিন্তু পিডবি  সময়মতো কাজ শেষ করতে পারেনি।

তিনি বলেন, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অক্টোবরের মধ্যে কারাগারটি হস্তান্তরের অনুরোধ জানিয়েছি। নতুন কারাগারের জন্য ৬০০ কর্মী নিয়োগের অনুরোধ করা হয়েছে। পুরোনো কারাগারে বর্তমানে প্রায় ২০০ কর্মী রয়েছেন।নতুন কারাগারটি চালু হলে ধাপে ধাপে বিভিন্ন কার্যক্রম শুরু হবে।

গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী রাশেদুল ইসলাম বলেন, প্রাথমিকভভাবে ২৫ মে হস্তান্তরের তারিখ নির্ধারিত ছিল। ঠিকাদারের সমস্যার কারণে সময়মতো নির্মাণ কাজ শেষ করা সম্ভব হয়নি।  কিছু কাজ এখনও চলমান। বাকি কাজ দ্রæত শেষ করার চেষ্টা চলছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us