নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিটে কর্মরত সাংবাদিক সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন-র্যাকের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

১৯ ডিসেম্বর শুক্রবার উৎসব মুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।


এই নির্বাচনে ৪২ ভোট পেয়ে শাফি উদ্দিন আহমদ সভাপতি এবং ৫৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তাবারুল হক। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেমসন মাহবুব পেয়েছেন ৩৬ ভোট। আর সাধারণ সম্পাদক পদে মাহবুব সৈকত পেয়েছেন ২৫ ভোট।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন যারা- সহ-সভাপতি পদে ৪৫ ভোটে নির্বাচিত হয়েছেন রফিক উজ্জামান তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তোফাজ্জল হোসেন কামাল পেয়েছেন ৩১ ভোট।
যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তাসলিমুল আলম তৌহিদ, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বপ্না চক্রবর্তী পেয়েছেন ২৮ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মারুফ কিবরিয়া ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আসিফ সুমিত পেয়েছে ২৬ ভোট।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধক্ষ্য পদে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম মন্টু, দপ্তর সম্পাদক পদে মাসুদ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নাজনীন আক্তার লাকি, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌসী এবং সাংস্কৃতিক সম্পাদক পদে ফজলুর রহমান।
কার্যনির্বাহী সদস্য পদে অন্যান্যের মধ্যে নির্বাচিত হয়েছেন আবুল কাশেম, আব্দুল্লাহ আল মামুন, জামিউল আহসান শিপু, মতলু মল্লিক এবং সাইফ বাবলু।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, এছাড়াও নির্বাচন কমিশনার হিসাবে ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন এবং সিনিয়র সাংবাদিক তৌহিদুর রহমান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available