• ঢাকা
  • |
  • শনিবার ৩রা কার্তিক ১৪৩২ সকাল ১১:৪৬:২২ (18-Oct-2025)
  • - ৩৩° সে:

নির্বাচনের আগে শেখ হাসিনার বিচার শেষ করতে হবে: বোরহান উদ্দিন

১৭ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:৪১:২৫

সংবাদ ছবি

নোয়াখালী প্রতিনিধি: নির্বাচনের আগে শেখ হাসিনার বিচার শেষ করতে হবে এবং আওয়ামী লীগের ফ্যাসিস্টদের আইনের আওতায় এনে তাদের বিচার সম্পন্ন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর নোয়াখালী জেলা শাখার সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন।

১৭ অক্টোবর শুক্রবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পন্ডিত বাজারে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

Ad
Ad

বাংলাদেশ জামাতে ইসলামী নরোত্তমপুর ইউনিয়নের সভাপতি হাসান পাটোয়ারীর সভাপতিত্বে ও ইউনিয়ন জামাতের সহ-সভাপতি আবদুল আহাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Ad

অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাসিমুল গনি চৌধুরী মহল, বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু জায়েদ, সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, উপজেলা সূরা ও কর্ম পরিষদের সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারি মনির হোসেন মনির, সাবেক ওয়ার্ড শ্রমিক কল্যাণ সভাপতি মোহাম্মদ খলিল সহ ইউনিয়ন ওয়ার্ড জামায়াতের কর্মীবৃন্দসহ আরো অনেকে।

সম্মেলনে বক্তব্যে তারা বলেন, আগামীতে কোরআন ও ইসলামের আলোকে রাষ্ট্র পরিচালনা করা হবে ইনশাআল্লাহ। ইসলাম ও কোরআন এর আলোকে পরিচালনা হলে দেশে থাকবে না কোনো ফ্যাসিবাদী, জুলুমবাদী দল। এছাড়া অতিদ্রুত পি আর পদ্ধতিতে নির্বাচন দেওয়ার আহ্বান জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
জেনে নিন হাঁসের মাংসের যত উপকারিতা
১৮ অক্টোবর ২০২৫ সকাল ১১:০৩:০৮




Follow Us