• ঢাকা
  • |
  • সোমবার ৮ই পৌষ ১৪৩২ দুপুর ১২:২৬:১৭ (22-Dec-2025)
  • - ৩৩° সে:

আমতলীতে যুবদল নেতাকে কুপিয়ে জখম

১২ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:৫৯:৩১

সংবাদ ছবি

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে খালের মাছ ধরাকে কেন্দ্র করে এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলমের বিরুদ্ধে। 

Ad

১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১২ টার দিকে চাওড়া ইউনিয়নের কাউনিয়া গ্রামের চানমিয়া সর্দারের বাড়ির সামনে এ হামলার ঘটনাটি ঘটে। 

Ad
Ad

আহত যুবদল নেতার নাম মোমেন আকন (৩৬)। সে চাওড়া ইউনিয়নের বৈঠাকাটা গ্রামের আব্দুল মন্নান আকনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের কাউনিয়া জলমহালে দুই পারের বাসিন্দাদের নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন ছাত্রলীগের সাবেক সভাপতি মাহাবুব ব্যাপারী। মাছ বিক্রির জন্য বৃহস্পতিবার সকালে ওই খালের মাছ ধরেন তারা। চাওড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা সফেজ প্যাদার ফোন পেয়ে  সকাল সাড়ে ১১ টার সময় চাওড়া ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মোমেন আকন ২-৩ জন কর্মী  নিয়ে খালের পাড়ে অবস্থিত চানমিয়া সর্দারের পাড়ির সামনে উপস্থিত হন। উপস্থিত হওয়া মাত্র উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে মাহবুব ব্যাপারীর নেতৃত্বে সন্ত্রাসীরা মোমেন আকনকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। রামদার কোপে মোমেন আকনের বাম চোখ, দুই পা, দুই হাত ও উরুতে গুরুতর জখম হন। এসময় তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা এসে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসেন।  হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করেন স্বজনরা।

আহত যুবদল নেতা মোমেন আকন অভিযোগ করে বলেন, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব ব্যাপারী দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্রামবাসীদের দোহাই দিয়ে কাউনিয়া খালে মাছ চাষ করে একাই ভোগ দখল করে আসছেন। গ্রামবাসীদের অভিযোগের পর এবং চাওড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা সফেজ প্যাদার নিকট থেকে খবর পেয়ে আমি বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার সময় ২-৩ জন কর্মী নিয়ে ঘটনা জানানোর জন্য আমি কাউনিয়া গ্রামে যাই। ঘটনাস্থলে যাওয়া মাত্র মাহবুব ব্যাপারীর নেতৃত্বে ৩০-৪০ জনে মিলে ধারালো রামদা দিয়ে আমাকে কুপিয়ে গুরুতর জখম করে।  আমি এঘটনার সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্ত ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মাহবুব ব্যাপরী বলেন, কাউনিয়া খালের দুই পারের শতাধিক বাসিন্দা নিয়ে যৌথভাবে আমরা দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছি। মাছ বিক্রির জন্য বৃহস্পতিবার সকাল থেকে গ্রামবাসী মিলে আমরা মাছ ধরছিলাম। সকাল ১১ টার সময় যুবদলের সাবেক নেতা মোমেন আকন একদল লোক আমাদের মাছ লুট করতে আসে। মাছ লুটের সময় সে জনতার হামলায় আহত হয়।

আমতলী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মনিরুজ্জামান বলেন, আহত রোগীর শরীরের দুই পা, দুই হাত, চোখ উরুসহ শরীরে বিভিন্ন জায়গায় অন্তত ১৫-২০টি কোপের চিহ্ন রয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)  কাজী শাখওয়াত হোসেন তপু বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে এখনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
ড্রোন হামলায় সুদানে ১০ জন নিহত
২২ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৪৯:৩৩

সংবাদ ছবি
গানম্যান পেলেন নাহিদ-হাসনাতসহ এনসিপির ৪ জন
২২ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৪৮:০৩


সংবাদ ছবি
ভিয়ারিয়ালকে হারিয়ে বছর শেষ করল বার্সেলোনা
২২ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:২৯:৪০



সংবাদ ছবি
দুর্ঘটনার শিকার ইমরান হাশমি
২২ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:২৫:২৪


সংবাদ ছবি
ইন্দোনেশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৬
২২ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:৫৮:২০


Follow Us