• ঢাকা
  • |
  • শুক্রবার ১১ই পৌষ ১৪৩২ ভোর ০৫:৩৪:২৭ (26-Dec-2025)
  • - ৩৩° সে:

আর্থিক সংকটে বিপিএল থেকে সরে দাঁড়ানোর আবেদন

২৫ ডিসেম্বর ২০২৫ দুপুর ০১:০৭:৪৮

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরু হতে আর মাত্র একদিন বাকি। ২৬ ডিসেম্বর শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ দিয়ে পর্দা উঠবে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের। তবে মাঠের লড়াই শুরুর আগেই বড় ধরনের ধাক্কা খেয়েছে বিপিএল।

Ad

আর্থিক সংকটের কারণ দেখিয়ে বিপিএল থেকে সরে দাঁড়ানোর আবেদন করেছে চট্টগ্রাম রয়্যালস। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে ফ্র্যাঞ্চাইজিটির মালিক কাইয়ুম রশিদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পাঠানো এক চিঠিতে এবারের আসরে অংশ না নেওয়ার আগ্রহের কথা জানান।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করে বিসিবির পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু জানান, চিঠিটি পাওয়ার পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, ‘চট্টগ্রাম রয়্যালস আর্থিক সমস্যার কথা জানিয়েছে। এখন আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, বিশেষ করে খেলোয়াড়দের বিষয়গুলো মাথায় রেখে।’

এর আগে চট্টগ্রাম রয়্যালসকে ঘিরে নানা অনিয়ম ও জটিলতার খবর সামনে আসে। বিসিবির পক্ষ থেকে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনকে বাদ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। স্পন্সরশিপ ও আর্থিক নিশ্চয়তা নিয়েও চলছিল টানাপোড়েন। ঠিক এমন সময়েই দল প্রত্যাহারের আবেদন করায় বিপিএলের প্রস্তুতিতে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

গেল আসরে খেলোয়াড় ও কোচিং স্টাফদের পারিশ্রমিক পরিশোধ না করায় সমালোচনার মুখে পড়েছিল চট্টগ্রাম। যদিও এবারের মৌসুমের আগে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা পরিবর্তন হয়। বিসিবি জানিয়েছিল, ব্যাংক গ্যারান্টিসহ প্রয়োজনীয় আর্থিক শর্ত পূরণ করা হয়েছে। তবুও শেষ মুহূর্তে এমন সিদ্ধান্ত লিগ কর্তৃপক্ষকে চাপে ফেলেছে।

চট্টগ্রাম রয়্যালসের অস্থিরতার প্রভাব পড়েছে দল গঠনেও। টুর্নামেন্ট শুরুর আগেই তিন বিদেশি ক্রিকেটার— আবরার আহমেদ, পল স্টার্লিং ও নিরোশান ডিকভেলা বিপিএল থেকে নিজেদের নাম প্রত্যাহার করেন। জানা গেছে, নিজ নিজ দেশের বোর্ড থেকে ছাড়পত্র না পাওয়ায় স্টার্লিং ও ডিকভেলা খেলতে পারছেন না। অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড আবরার আহমেদের এনওসি স্থগিতের প্রক্রিয়ায় রয়েছে।

এ ছাড়া কোচিং স্টাফ নিয়েও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি চট্টগ্রাম। শুরুতে দেশীয় কোচ মমিনুল হকের নাম ঘোষণা করা হলেও পরে দক্ষিণ আফ্রিকার কোচ জাস্টিন মাইলস ক্যাম্পকে প্রধান কোচ করার কথা জানানো হয়। তবে বিপিএল শুরুর আগ পর্যন্ত কোচ ক্যাম্পের বাংলাদেশে আগমন নিয়েও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সব মিলিয়ে দ্বাদশ বিপিএল শুরু হওয়ার ঠিক আগে চট্টগ্রাম রয়্যালসকে ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিসিবির জন্য। টুর্নামেন্টের ধারাবাহিকতা ও বিশ্বাসযোগ্যতা রক্ষায় এখন দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে বড় পরীক্ষা হয়ে উঠেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
রংপুর রেঞ্জ ডিআইজির থানা পরিদর্শন
২৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৪৭:১৬





সংবাদ ছবি
চাঁপাইনবাবগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
২৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৩:৪১


Follow Us