• ঢাকা
  • |
  • সোমবার ৭ই পৌষ ১৪৩২ ভোর ০৫:০১:১৮ (22-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

আরব আমিরাতে বাংলাদেশ কনস্যুলেটে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

ইউএই প্রতিনিধি: বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই-এর আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার এক আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটির প্রতিপাদ্য ছিলো ‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’।আলোচনা পর্বে দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশার প্রতিনিধিবৃন্দ এবং সাধারণ প্রবাসী কর্মীগণ অংশগ্রহণ করেন। বক্তাগণ প্রবাসীদের নানা চ্যালেঞ্জ ও প্রত্যাশার কথা তুলে ধরে তা পূরণের লক্ষ্যে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।সভাপতির বক্তব্যে কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান প্রবাসীদের কল্যাণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কল্যাণমুখী কর্মসূচীর কথা তুলে ধরেন। পাশাপাশি, তিনি সরকারি ও কনস্যুলার সেবা সহজীকরণে কনস্যুলেট কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রবাসীদের কল্যাণে কনস্যুলেট-এর প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, প্রবাসী কর্মী ও রেমিট্যান্স যোদ্ধা এবং কনস্যুলেট-এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।