• ঢাকা
  • |
  • বুধবার ৭ই কার্তিক ১৪৩২ রাত ১১:৫২:৫০ (22-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

টাঙ্গাইলে নিরাপদ সড়ক দিবসে বিনামূল্যে হেলমেট বিতরণ

স্টাফ  রিপোর্টার, টাঙ্গাইল : ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে পালিত হয়েছে নিরাপদ সড়ক দিবস। দিবসটি উপলক্ষে বুধবার সকালে টাঙ্গাইল সড়ক বিভাগের উদ্যোগে বিনামূল্যে হেলমেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিরী খান, উপ-বিভাগীয় প্রকৌশলী জাহিদুল ইসলাম, টাঙ্গাইল ট্রাফিক বিভাগের টিআই দেলোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।সিনথিয়া আজমিরী খান বলেন, “সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, আইন মানার সংস্কৃতি গড়ে তোলা এবং নাগরিকদের দায়িত্ববোধ জাগ্রত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একটি হেলমেট কেবল আইন মানার প্রতীক নয়, এটি জীবনের নিরাপত্তার প্রতীক।”তিনি আরও বলেন, “সড়কে চলাচলের সময় হেলমেট ব্যবহার ও ট্রাফিক আইন মেনে চলতে সকল মোটরসাইকেল চালকদের আহ্বান জানানো হচ্ছে।”অনুষ্ঠানে শতাধিক হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের হাতে বিনামূল্যে হেলমেট তুলে দেওয়া হয়।