শ্রীপুরে সরকারি সারবোঝাই পিকআপ জব্দ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে চোরাই পথে পাচারের সময় সরকারি সারবোঝাই একটি পিকআপ জব্দ করেছে স্থানীয়রা।২৮ নভেম্বর শুক্রবার রাতে উপজেলার নিজমাওনা গ্রামের মাক্কির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় কৃষকদের জন্য কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে এই সার পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ডিলার আফির উদ্দিন ও জসিম উদ্দিনের মাধ্যমে টাঙ্গাইলের তকতারচালা এলাকায় এসব সরকারি সার পাচারের চেষ্টা করা হচ্ছিল। স্থানীয়রা গাড়িটি জব্দ করে পুলিশকে খবর দেয়। তবে পিকআপ চালক পালিয়ে যায়।মাওনা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাইনুদ্দিন জানান, ‘পাচারের জন্য ব্যবহৃত সার ও পিকআপটি জব্দ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা। তিনি বলেন, ‘এই ঘটনার সঙ্গে জড়িত ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’