• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৫:২০:৩৯ (03-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

শ্রীপুরে সরকারি সারবোঝাই পিকআপ জব্দ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে চোরাই পথে পাচারের সময় সরকারি সারবোঝাই একটি পিকআপ জব্দ করেছে স্থানীয়রা।২৮ নভেম্বর শুক্রবার রাতে উপজেলার নিজমাওনা গ্রামের মাক্কির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় কৃষকদের জন্য কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে এই সার পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ডিলার আফির উদ্দিন ও জসিম উদ্দিনের মাধ্যমে টাঙ্গাইলের তকতারচালা এলাকায় এসব সরকারি সার পাচারের চেষ্টা করা হচ্ছিল। স্থানীয়রা গাড়িটি জব্দ করে পুলিশকে খবর দেয়। তবে পিকআপ চালক পালিয়ে যায়।মাওনা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাইনুদ্দিন জানান, ‘পাচারের জন্য ব্যবহৃত সার ও পিকআপটি জব্দ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’​রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা। তিনি বলেন, ‘এই ঘটনার সঙ্গে জড়িত ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’