• ঢাকা
  • |
  • শুক্রবার ৯ই কার্তিক ১৪৩২ রাত ১০:৪৬:১৪ (24-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

গোপালগঞ্জে সাইবার অ্যাওয়ারনেস সেমিনার অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : ডিজিটাল যুগে সাইবার অপরাধের ক্রমবর্ধমান হুমকি থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘সাইবার অ্যাওয়ারনেস সেমিনার ২০২৫’। যেখানে অনলাইন নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করা হয়। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন প্লাটফর্ম ‘টেক পুণ্য’ নামের একটি সংগঠন এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে।২৩ অক্টোবর বৃহস্পতিবার গোপালগঞ্জের রেশমা ইন্টারন্যাশনাল বিদ্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের টেক পুণ্য টিমের সদস্যরা সাইবার অপরাধ, হ্যাকিং, সাইবার বুলিং, আইডেন্টিটি থেফট, সাইবার সন্ত্রাসবাদ, অনলাইন মুদ্রা প্রতারণা, ডাটা চুরি, ‌স্প্যাম ও ম্যালওয়্যার আক্রমণ, রিভেঞ্জ পর্ন বা ইমেজ মিসইউজ সম্পর্কের শিক্ষার্থীদের সচেতন করেন। এ সময় শিক্ষার্থীদের সাইবার অপরাধ থেকে পরিত্রাণের উপায়সমূহ নিয়ে আলোচনা করেন।টেক পুণ্য সংগঠনের উদ্যোক্তা মো. রায়হান ইসলাম ও মো.রাজিুবুল ইসলাম বলেন, ‘অনলাইন জগৎ সম্ভাবনার পাশাপাশি ঝুঁকিপূর্ণও। বর্তমান প্রজন্মকে প্রযুক্তির নিরাপদ ও সঠিক ব্যবহার জানতে হবে। শিক্ষার্থীদের সাইবার দুনিয়ায় সচেতনভাবে বিচরণ করতে সাহায্য করা আমাদের মূল লক্ষ্য। ডিজিটাল প্লাটফর্ম আমাদের যেমন সুবিধা দিচ্ছে তেমনি অসুবিধা পড়তে হচ্ছে।’তিনি আরও বলেন, ‘আমরা লক্ষ্য করেছি বিভিন্ন মানুষ ডিজিটাল মাধ্যম ব্যবহার করতে না পারায় বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হচ্ছে। তাই আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনলাইন নিরাপত্তা, ফিশিং, স্ক্যানিং, পরিচয় চুরি, ডিপফেইকের ভয়াবহতা এবং সাইবার বুলিং ও ব্ল্যাকমেইলের মতো সাইবার অপরাধের বিষয়ে আলোচনা করি। এছাড়া সাইবার অপরাধের শিকার হলে বা সম্মুখীন হলে শিক্ষার্থীদের করণীয় কী সে সম্পর্কেও নির্দেশনা দিয়ে থাকি।’রেশমা ইন্টারন্যাশনাল বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ‘টেক পুণ্য সংগঠনের সদস্যরা যে ধরনের কার্যক্রম হাতে নিয়েছে এটা সময়োপযোগী সিদ্ধান্ত। এ ধরনের সচেতনতা সবার মধ্যেই থাকা উচিত বলে আমি মনে করি। বর্তমান সময়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার দেখছি। সচেতনতার মাধ্যমেই আমরা অপব্যবহার থেকে বেরিয়ে আসা সম্ভব।’