• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫০:২৪ (01-Jan-2026)
  • - ৩৩° সে:
আজ থেকে আমানতের টাকা ফেরত পাচ্ছেন একীভূত ৫ ব্যাংকের গ্রাহকরা

আজ থেকে আমানতের টাকা ফেরত পাচ্ছেন একীভূত ৫ ব্যাংকের গ্রাহকরা

অর্থনীতি ডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান ঘটছে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের গ্রাহকদের।১ জানুয়ারি বৃহস্পতিবার থেকে আমানতের অর্থ ফেরত দেওয়া শুরু হচ্ছে। প্রথম পর্যায়ে একজন গ্রাহক সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন।গত সোমবার বাংলাদেশ ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ এর রেজুলেশন স্কিম অনুমোদন দিয়েছে। এর ফলে একীভূত হওয়া দুর্বল পাঁচটি ব্যাংকের যাবতীয় দায় ও সম্পদ স্বয়ংক্রিয়ভাবে নতুন গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ এ স্থানান্তরিত হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমেই অস্তিত্বহীন হয়ে পড়ছে পুরনো সেই পাঁচটি ব্যাংক।বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার জন্য ইতোমধ্যে ব্যাংকগুলোতে প্রয়োজনীয় তহবিল সরবরাহ করা হয়েছে। লেনদেনের ক্ষেত্রে গ্রাহকরা তাদের বিদ্যমান চেক বই ব্যবহার করতে পারবেন।তিনি আরও জানান, ‘প্রাথমিক ধাপে চলতি ও সঞ্চয়ী হিসাবের আমানতকারীরা সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। অবশিষ্ট টাকা অ্যাকাউন্টে জমা থাকবে এবং সেখানে প্রচলিত হারে মুনাফা দেওয়া হবে। ব্যাংকটি পর্যায়ক্রমে সচ্ছল হলে বাকি টাকাও উত্তোলনের সুযোগ দেওয়া হবে।’উপাত্ত অনুযায়ী, এই পাঁচ ব্যাংকে গ্রাহকদের মোট আমানতের পরিমাণ প্রায় ১ লাখ ৪৭ হাজার কোটি টাকা, যার বড় একটি অংশই সাধারণ মানুষের ব্যক্তিগত আমানত। তবে চলতি ও সঞ্চয়ী হিসাবের টাকা ফেরত দেওয়া শুরু হলেও, মেয়াদি (FDR) ও স্থায়ী আমানত কবে নাগাদ ফেরত দেওয়া হবে, সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা জানায়নি।