• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১০ই পৌষ ১৪৩২ রাত ০১:২৭:৫৯ (25-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

শিক্ষার মান উন্নয়ন ও গুনিজনদের সম্মাননা দিলেন বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়

কুড়িগ্রাম প্রতিনিধি : শিক্ষার মান উন্নয়ন ও গুনিজনদের সম্মাননা অনুষ্ঠান গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল কুড়িগ্রাম জেলার, ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে।অনুষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন নিয়ে ফলপ্রসু আলোচনা হয়। একই সঙ্গে গুনিজনদের সম্মাননা সনদ ও সম্মাননা স্মারক এবং মরনোত্তর সম্মাননা স্মারক প্রদান করাহয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী, এল জি ই ডি , ভূরুঙ্গামারী মো. ইনছাফুল হক সরকার।অনুষ্ঠানে বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়নে অসাধারন অবদান রাখায় সভাপতি মো. নুরুল ইসলাম কে সম্মাননা সনদ ,সাবেক অধ্যক্ষ মরহুম আবু বকর মিয়া কে মরোনত্তর সম্মানা স্মারক,সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো. রবিউল করিম কে গুনি শিক্ষক ও সফল পিতা হিসেবে সম্মাননা স্মারক, উপজেলা প্রকৌশলী, এল জি ই ডি, ভূরুঙ্গামারী মো. ইনছাফুল হক সরকারকে সম্মাননা স্মারক ও বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মো. মোখলেছুর রহমান কে সম্মাননা সনদ প্রদান করা হয়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোছা. শাহীনুর বেগম, সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. বাবুল আক্তার, বলদিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মহ. লুতফর রহমান, কচাকাটা কলেজের, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম, সাবেক সেক্রেটারী, উপজেলা বিএনপি, ভূরুঙ্গামারী, একেএম ফরিদুল হক শাহীন শিকদার ,ভূরুঙ্গামারী উপজেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আবু হাসান সোহেল সহ আরো অনেক বিশিষ্ঠজন।বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়নে অসাধারন অবদান রাখায় সভাপতি মো. নুরুল ইসলাম কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোছা. শাহীনুর বেগম,ধন্যবাদ ও কৃতজ্ঞ জানান।