• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা পৌষ ১৪৩২ রাত ০৯:৫৯:৫১ (16-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ওসমান হাদির সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেলো

নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতি দেয়া হয়েছে।১৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, শরিফ ওসমান হাদির আরও একটি অস্ত্রোপচার প্রয়োজন। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা ওই অস্ত্রোপচার করার মতো উপযোগী নয়। তার ভাইয়ের বরাত দিয়ে ইনকিলাব মঞ্চ জানিয়েছে, প্রাইমারি টেস্টের পর অবস্থার কিছুটা অবনতি দেখা দিলেও বর্তমানে তা স্থিতিশীল পর্যায়ে রয়েছে।বিবৃতিতে বলা হয়, চিকিৎসকরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলেই পরবর্তী অস্ত্রোপচারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।উন্নত চিকিৎসার জন্য সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে অবতরণের প্রায় এক ঘণ্টার মধ্যে তাকে নিরাপদে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। ঘটনার পর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। ১৫ ডিসেম্বর সোমবার তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়।