• ঢাকা
  • |
  • সোমবার ৩১শে ভাদ্র ১৪৩২ রাত ০৯:৩১:৫৩ (15-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: রুহুল কবির রিজভী

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের বিরাট অংশ জামায়াতকে সহযোগিতা করছে, তা নাহলে কীভাবে দেশের ১৬টি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) জামায়েতের হয়- এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি বলেন, পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। এসব শক্তি গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য বিপজ্জনক।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে ১৪ সেপ্টেম্বর রোববার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।রুহুল কবির রিজভী বলেন, সরকারের ভেতর থেকে অনেকে যোগসাজশ করে ডাকসু ও জাকসু নির্বাচন পরিকল্পিতভাবে ইঞ্জিনিয়ারিং করেছে।  তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ব্যালট পেপার ছাপানো হলো একটি ব্যক্তি প্রতিষ্ঠানকে দিয়ে? তাই এমন অনিয়ম দেখে জাবির শিক্ষকরা পর্যন্ত দায়িত্ব থেকে সরে গেছেন। সরকারি কোনো প্রেসের মাধ্যমে ব্যালট পেপার ছাপানো যেত। সেই ব্যালট পেপার ছাপানো হলো ব্যক্তিগত প্রেস থেকে, যে প্রেসের মালিকের সঙ্গে একটি বিশেষ রাজনৈতিক দলের সম্পর্ক রয়েছে। রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিলে গভীর নীল নকশা তৈরি হচ্ছে কি না, যার মাধ্যমে জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করতে কোনো মাস্টার প্ল্যান করা হয়েছে কি না, সেটা মানুষকে ভাবিয়ে তুলেছে।উগ্রবাদের উত্থান ঘটলে দেশের পরিণতি হবে ভয়াবহ বলেও সতর্ক করেন তিনি। বলেন, আন্দোলন করে যে ছাত্ররা ফ্যাসিমুক্ত করলো তারা কীভাবে আজ সবাই শিবির হয়ে যায় তা বুঝতে হবে।বিএনপি কখনও অন্যায়ের সাথে আপোষ করে না। তাই সকলকে সজাগ থেকে এই ষড়যন্ত্র মোকবেলা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।