বিয়ের আগের দিন মামার হাতে খুন শীর্ষ সন্ত্রাসী মুন্না
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরে মায়ের সম্পত্তির ভাগ চাইতে গিয়ে আপন মামার হাতে খুন হয়েছেন নুরুল আমিন মুন্না (২৫) নামের এক যুবক। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের রুমালিয়ারছড়া বাচা মিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মুন্নার পারিবারিক সূত্র জানায়, প্রায় এক মাস আগে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মুন্নার সঙ্গে তার নানীর বাকবিতণ্ডা হয়। সেই ঘটনার জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্নার মামা হামিদ উল্লাহ ও তার ছেলেরা মিলিতভাবে মুন্নার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এতে গুরুতর আহত হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।হাসপাতালের মর্গের সামনে কাজল নামের এক তরুণী জানান, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ৩০ জানুয়ারি শুক্রবার তাদের বিয়ে হওয়ার কথা ছিল। মুন্নাকে বাঁচাতে এগিয়ে গেলে নিজেও হামলার শিকার হন বলে অভিযোগ করেন তিনি।এদিকে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন সাংবাদিকদের জানান, নিহত মুন্নার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।পুলিশের তথ্য অনুযায়ী, রুমালিয়াছড়ার সমিতি বাজার এলাকার বাসিন্দা নুরুল আমিন মুন্না কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিভিন্ন সময় গণমাধ্যমে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর হাতে দেশীয় অস্ত্রসহ একাধিকবার আটকও হয়েছিলেন তিনি।