• ঢাকা
  • |
  • সোমবার ৬ই মাঘ ১৪৩২ রাত ১১:০৮:৪৩ (19-Jan-2026)
  • - ৩৩° সে:
কালিয়াকৈরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা

কালিয়াকৈরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৯ জানুয়ারি সোমবার বিকেলে কালিয়াকৈর উপজেলার বলিয়াদী জমিদার বাড়ীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক মামুদ সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম. আনোয়ার হোসেন।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সিকদার। এছাড়াও বক্তব্য দেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মান্নান দেওয়ানসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।