ফুলবাড়ীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও লিফলেট বিতরণ
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে নাওডাঙ্গা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের কার্যালয়ের উদ্বোধন ও কুড়িগ্রাম ২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ সোহেল হোসেন কায়কোবাদের পক্ষে নির্বাচনী লিফলেট বিতরণ করা হয়েছে।৮ ডিসেম্বর সোমবার দুপুর ২টার দিকে উপজেলার বালারহাট বাজারে নাওডাঙ্গা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আয়োজনে এই কার্যালয় উদ্বোধন করা হয়।এসময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট আশরাফুল আলম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম বাবুল, সদস্য সচিব মাহফুজুল হক সুমন, সদর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামাল উদ্দিন, সদস্য সচিব মকছেদুল হক, উপজেলা কৃষক দলের সভাপতি হাফিজুর রহমান, উপজেলা জাসাসের আহ্বায়ক সাংবাদিক নাজমুল হাসান, নাওডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।নির্বাচনী লিফলেট বিতরণ শেষে কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট আশরাফুল আলম বলেন, আমরা দেশমাতা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মাহফিল করলাম ও কুড়িগ্রাম- ২ আসনের প্রার্থী আলহাজ সয়েল হোসনাইন কায়কোবাদ ভাইয়ের জন্য ভোট চেয়ে লিফলেট বিতরণ করলাম। আমরা দেশবাসীর কাছে আপনার প্রিয় নেত্রীর জন্য আবেদন জানাচ্ছি।